‘আচ্ছে দিন’ শেষ! চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা পৌঁছবে ফের ৪০-এর কোঠায়, লু বইবে কোনও কোনও জেলায়, দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস

ফের রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা। সপ্তাহের শুরুতেই বাড়তে শুরু করবে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়বে তাপমাত্রা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। একধাক্কায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে খবর।
গত কয়েকদিন ধরে সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি আবহাওয়াই ছিল বঙ্গে। তবে চলতি সপ্তাহেই বদলে যেতে চলেছে সম্পূর্ণ ছবি। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। রাজ্যজুড়ে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
তবে আবহাওয়া দফতরের কথায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গলবার থেকে শুকনো গরম বাড়বে। কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে।
পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাবে। কোথাও কোথাও লু বইবে। মঙ্গলবারের পর তাপমাত্রা গড় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় শুকনো আবহাওয়া থাকবে। আজ, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯০ শতাংশের আশে।
অন্যদিকে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। তবে মঙ্গলবার থেকেই দুই দিনাজপুর ও মালদহে তাপমাত্রা বাড়বে। সবমিলিয়ে ফের রাজ্যে আরেক দফা ব্যাটিং শুরু করবে গরম।