‘এবার তোর পালা’! হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি চিঠি, আতঙ্ক সৃষ্টির চেষ্টা তৃণমূলের

গত শুক্রবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আট দফায় ভোট হবে রাজ্যে। এই খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ফের একবার আতঙ্ক ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের দিকে। বিজেপি নেতার বাড়িতে গেল রক্তমাখা হুমকির চিঠি। কাঠগড়ায় তৃণমূল।
জানা গিয়েছে, হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি চিঠি পাঠিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর সাউথ রোডের বাসিন্দা শুভাশিস মৈত্র। তিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি। তাঁর অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে রক্তমাখা খামে মেলে হুমকি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এবার তোর পালা।
আরও পড়ুন- ফের বিজেপির পরিবর্তন রথে হামলা, ভাঙচুর! ঘটনাকে ঘিরে উত্তপ্ত কাদাপাড়া, সন্দেহ শাসকদলের দিকে
বিজেপি নেতার অভিযোগ, এ কাজ তৃণমূলের। তাদের মদতেই এমন চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান শুভাশিসবাবু। এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। কে বা কারা এই চিঠি দিয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ভোটের আগে আতঙ্ক তৈরি করতেই এই চিঠি লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবী, বিজেপি গোষ্ঠীদ্বন্দের ফলে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- পুলিশের পক্ষপাত ও বিজেপির রথে তৃণমূলের হামলা নিয়ে সরব বিজেপি, আবেদন নির্বাচন কমিশন দফতরে
বলে রাখি, গত শুক্রবার রাতে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর কাদাপাড়ায় এক গোডাউনে রাখা বিজেপি পরিবর্তন রথের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় সরব হন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপির একটি প্রতিনিধি দল।