রাজ্য

অমানবিক! পরপর ৩ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে তাঁকে খুন করল শেখ রসূল

বিচিত্র এ দেশ! কিছু মানুষ এমন আছে যারা সন্তান চেয়েও পায় না, আর অন্যদিকে এমন কিছু মানুষ রয়েছে, যারা শুধুমাত্র কন্যা সন্তান হয়েছে বলে স্ত্রীকে খুন করে। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন ঘটনা প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘটে চলেছে। এমনই এক ঘটনার নজির গড়ল পশ্চিমবঙ্গ। স্ত্রী পরপর ৩ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তাঁকে নির্মমভাবে খুন করল স্বামী।

ঘটনাটি ঘটেছে মালদা জেলার শোভানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাথিনগর গ্রামে। অভিযোগ, স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করল স্বামী। স্ত্রীর অপরাধ সে পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেয়। অভিযুক্তের নাম রসূল শেখ।

আরও পড়ুন- ‘এবার তোর পালা’! হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি চিঠি, আতঙ্ক সৃষ্টির চেষ্টা তৃণমূলের

জানা গিয়েছে, ২০০৪ সালে রসূল শেখের সঙ্গে বিয়ে হয় সাবিনা বিবির। এরপর তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তাদের বয়স যথাক্রমে ১২ বছর, ৭ বছর ও ৬ মাস। কিন্তু পরপর তিন কন্যা সন্তান হওয়ায় মোটেই খুশি ছিল না রসূল বা তার পরিবার। এই কারণে সাবিনার উপর অকথ্য অত্যাচার শুরু করে রসূল । অত্যাচারের সীমা এত বেশি হ্যজে শেষ পর্যন্ত স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করে রসূল।

গত শুক্রবার সাবিনার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সাবিনার পরিবারের অভিযোগে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সাবিনার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রসূল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: