২১শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জের, দোকান ভাঙচুর করে বন্ধ করে দেওয়ার হুমকি, চাওয়া হল ফাইন, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একুশে জুলাইয়ের সমাবেশে যোগ না দেওয়ার শাস্তি। দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হল হকারদের। শুধু তাই-ই নয়, এর জন্য তাদের ফাইন দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগণার হৃদয়পুর স্টেশনের প্ল্যাটফর্মের হকাররা এমনটাই অভিযোগ তুললেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে।
তাদের অভিযোগ, তারা একুশের জুলাইয়ের সমাবেশে যেতে পারেন নি বলে হকার্স ইউনিয়নের তরফে তাদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে তারা যাতে আগামী সাতদিন দোকান বন্ধ রাখেন। শুধু তাই-ই নয়, তৃণমূলের লোকজন একুশে জুলাইয়ের সমাবেশের না যাওয়ার জন্য সেই শাস্তি হিসেবে ফাইনও চেয়েছে বলে অভিযোগ।
এই ফাইন যদি না দেওয়া হয়, তাহলে তাদের দোকান ভাঙচুর করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান দোকানের মালিকরা। তারা এও বলেন যে একুশের জুলাইয়ে যাওয়ার জন্য আগে প্রতিদিন দোকান থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে। হকাররা তৃণমূল শ্রমিক ইউনিয়নের ভয়ে এখন দোকান বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন। এই ঘটনার পর বারাসত পুরসভার কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন হকাররা।
যদিও বারাসত আইএনটিটিইউসির জেলা সভাপতি তাপস দাশগুপ্ত এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “আমাদের দলের ছেলেরা এরকম কাজ করে না। কিছু দোকানদার আছে যারা আমাদের দল সম্পর্কে খারাপ মনোভাব তৈরি করতে চাইছে। এরকম কাজ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে”।