আন্তর্জাতিক

একসময় যে হাতে মাঠে স্পীন করতেন, এখন সেই হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছেন! চিনেনিন সেই বিখ্যাত তারকা ক্রিকেটারকে

২০০৯ সালে আন্তজার্তিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তিনি আইপিএল ও খেলেছেন। যখন তিনি খেলতান শ্রীলঙ্কার হয়ে, তখন তাকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ বলা হতো। কিন্তু মাত্র ৭ বছরের মধ্যেই তাঁকে ২২ গজ ছাড়তে হয়েছে।

শ্রীলঙ্কার এই দক্ষ স্পীনার সংসার চালাতে অস্ত্রেলিয়ায় বাস চালাচ্ছেন। বারবার চোট পেয়েছিলেন তিনি। তাই আর মাঠে ফিরে যাননি। ২০১৬ সালের পর তিনি আর মাঠমুখী হননি।

একসময় যে হাতে স্পীন হতো, সেই হাতে এখন স্টিয়ারিং ঘোরে। ২০১১ সালে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। আট ম্যচে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু শরীর তাঁর সাথ দিলো না।

সুরজ রন্দিভর এখন সংসার নিয়ে অস্ত্রেলিয়ায় চলে গেছেন। সেখানেই থাকেন। বাস চালিয়ে সংসার যাপণ করছেন। সময়ের নিষ্ঠুর পরিহাস, বলছেন নেটিজেনরা।

Back to top button
%d bloggers like this: