বাসন্তীর পর এবার বীরভূম, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমাবাজি রাজ্যে, মৃত তৃণমূল কর্মী, ব্যাপক উত্তেজনা রামপুরহাটে

ফের বোমাবাজির ঘটনা ঘটল রাজ্যে। এর আগে বাসন্তী আর এবার বীরভূম। বোমাবাজির জেরে প্রাণ গেল এই তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামে। কাঠগড়ায় কংগ্রেস। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল, শনিবার রাত দশটা নাগাদ বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামের স্থানীয়রা বোমা বিস্ফোরণের শব্দ পান। সকলেই শীতের রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তারা দেখেন বোমাবাজির জেরে জখম হয়েছে বেশ কয়েকজন। মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তার বন্ধু নিউটন শেখ-সহ তিনজন জখম হন এই ঘটনায়। ।
তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় মাড়গ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় সুজাউদ্দিনের। প্রথমে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় লাল্টু শেখকে। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এমন জনবহুল হাসপাতাল মোড়ে এমন বিস্ফোরণ কীভাবে ঘটল, তা এখনও জানা যায়নি। এটি বোমাবাজির ঘটনা নাকি কোথাও বোমা মজুত রাখা ছিল, কোনওভাবে সেটি ফেটে গিয়েছে, তাও জানা যায়নি। ঘটনার পিছনে রাজনৈতিক যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
নিহতের পরিবারের দাবী, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী রাজনৈতিক বিবাদের জেরে তাদের লক্ষ্য করে বোমাবাজি করে। এলালায় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা বিস্ফোরণ বাড়ছে”। তবে তৃণমূলের তরফে দিলীপ ঘোষের দাবীর বিরোধিতা করা হয়েছে। তাদের দাবী, বিরোধীরা ইচ্ছা করে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।