রাজ্যবিনোদন

WB Election 2021: নাড্ডার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী

আগামী সপ্তাহের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বাংলেকে পাখির চোখ করেছে বিজেপি। সেই লক্ষ্যেই প্রত্যেক মাসেই রাজ্য সফরে আসছেন নানান কেন্দ্রীয় নেতৃত্বরা। আজই রাজ্যে এসেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তাঁর উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার।

WB Election 2021: নাড্ডার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী 2

আরও পড়ুন- আজ রাজ্যে নাড্ডা! ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এদিন বিজেপি নেতার ঝুলিতে রয়েছে একঝাঁক কর্মসূচী

তৃণমূলের নানান নেতা, মন্ত্রী, বিধায়ক দল ছেড়ে আস্তানা গেড়েছেন গেরুয়া শিবিরে। এছাড়াও এবারের নির্বাচনে তারকা মহলকে টার্গেট করেছে বিজেপি। অনেক তারকা যেমন নতুন করে বিজেপিতে যোগ দিয়েছেন, তেমনি অনেক তারকাই আবার অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়। এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতেই তিনি বিজেপিতে যোগ দেন।

বলে রাখি, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের একঝাঁক তারকা। যোগ দিয়েছেন কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়নী ঘোষ, মানালি ডে, সুদেষ্ণা ঘোষ, রাজ চক্রবর্তী। এদিন সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তাঁকে কটাক্ষও করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সরাসরি অভিযোগ জানান যে সায়নীও নাকি বিক্রি হয়ে গিয়েছেন।

আরও পড়ুন- “তুইও বিক্রি হয়ে গেলি”, সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ শ্রীলেখার

এদিনের সভায় অন্যান্য তারকাদের সঙ্গে ঘাসফুল শিবিরে যোগ দেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এদিন মমতার সভায় মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেওয়ার পর সন্ধ্যাবেলা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।

Back to top button
%d