রাজ্য
আজ রাজ্যে নাড্ডা! ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এদিন বিজেপি নেতার ঝুলিতে রয়েছে একঝাঁক কর্মসূচী

সামনেই বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে প্রত্যেক মাসেই অন্তত দু’বার করে কেন্দ্রীয় নেতারা আসছেন রাজ্যে। আজ রাজ্যে ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন অনেকগুলি কর্মসূচীর মধ্যে একটি প্রধান হল ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রার কর্মসূচী।
আরও পড়ুন- মোদীর নজরে চুঁচুড়ার ‘বন্দেমাতারাম ভবন’, জাতীয় সংগীতের স্রষ্টার জন্মভিটেই পরবর্তী লক্ষ্য নাড্ডা’র
- এদিন প্রথমেই সকাল ১০টায় ‘সোনার বাংলা’ প্রচার পুস্তিকা উদ্বোধন করেন নাড্ডা।
- এদিন দুপুর ১ট নাগাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি কাঁঠালপাড়ায় যাবেন জে পি নাড্ডা। সেখানে বঙ্কিম সংগ্রহশালার ট্রাস্টির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
- এরপর যাবেন নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের দেবনাথ যাদবের বাড়ি। তিনি একজন জুটমিল শ্রমিক। এদিন তাঁর বাড়িতেই মধ্যাহ্নভোজন সারবেন নাড্ডা
- মধ্যাহ্নভোজনের পর ব্যারাকপুর মসজিদ রোড মোড় এলাকা থেকে শুরু করবেন বিজেপির পরিবর্তন রথযাত্রা। দুপুর ৩টে নাগাদ শুরু হবে এই রথযাত্রা। রথযাত্রা হবে মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত।
- এরপর রথযাত্রার শেষে নাড্ডা যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখান থেকে যাবেন ব্যারাকপুরে ধোবিঘাটের কাছে সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধে।