সকাল সকাল বিপর্যয়! বসে গেল রেলের ট্র্যাক, চলছে না শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল ব্যাহত। সকাল সকাল এমন বিপর্যয় হওয়ায় বেশ ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। এই রুটে লাইন বসে যাওয়ার কারণে এমন বিঘ্ন ঘটে বলে রেল সূত্রে খবর। এই রুটে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বেশ সমস্যায় পড়েছেন তারা।
কী সমস্যা হয়েছে?
জানা গিয়েছে, বনগাঁ -শিয়ালদহ শাখার মছলন্দপুরে ৩৪ নম্বর রেলগেট এর কাছে আপ লাইনের রেল ট্রাক বসে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন । ফলে আপ এবং ডাউল লাইনের ট্রেন শুধুমাত্র একটি লাইন দিয়ে যাতাযাত করছে।
মছলন্দপুর ও সঙ্গতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পর থেকে আর কোনও ট্রেন চলছে না ওই রুটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। দ্রুত লাইন মেরামতের কাজ করা হচ্ছে। এদিকে সাত সকালে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম বিপাকে নিত্যযাত্রীরা।
এদিকে, আজ, শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও জলও জমে গিয়েছে। ফলে রাস্তা ধরে না গিয়ে ট্রেন লাইন বেছে নিয়েছিলেন অনেকেই। কিন্তু লাইন বসে যাওয়ায় অফিস যাত্রীদের বেশ ভোগান্তি হয়। ছাতা মাথায় দিয়ে লাইনের ধারে অপেক্ষা করতে থাকেন তারা। দু’দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থল বা বাড়ি কোনও দিকেই যেতে পারেননি তারা।
রেল কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপ লাইন ঠিক করার কাজ চললেও ডাউন লাইন দিয়ে আস্তে আস্তে ট্রেনগুলিকে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়া হবে। এর ফলে কিছুটা আশ্বস্ত হয়েছেন যাত্রীরা। কী কারণে এমন লাইন বসে গেল্ম সে বিষয়ে অবশ্য রেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।