রাজ্যজুড়ে রেল অবরোধ আদিবাসীদের, একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, বাতিল বেশকিছু ট্রেন, ‘সারনা ধর্ম কোড’ চালুর দাবী আদিবাসীদের

রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ করলেন আদিবাসীরা। ‘সারনা ধর্ম কোড’-সহ পাঁচ দফা দাবী জানিয়ে এই অবরোধ আদিবাসীদের। আজ, শনিবার সকাল থেকেই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পুরুলিয়ায় চলছে ট্রেন অবরোধ। এর জেরে কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে নানান স্টেশনে। আর এর জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা।
আজ, শনিবার সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয় রেল অবরোধ। প্রায় দু’ঘণ্টা ধরে এই অবরোধ চলে। এর জেরে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। রেলপুলিশের তৎপরতায় অবরোধ উঠলেও, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া চাণ্ডিল শাখা ও মালদহের গাজোলের আদিনা স্টেশনে চলছে অবরোধ।
রেললাইনের উপর ধামসা, মাদল বাজিয়ে অবরোধ চালাচ্ছেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। অন্যদিকে আবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ চলছে। সকাল সাড়ে ৮টা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রায়গঞ্জ বালুরঘাটে ১০/এ রাজ্য সড়ক অবরোধ হয়।
এই অবরোধের জেরে গন্তব্যে পৌঁছনোর আগেই দাঁড়িয়ে পড়ে বেশ কিছু ট্রেন। এগুলির মধ্যে রয়েছে ডাউন শতাব্দী এক্সপ্রেস, আনন্দবিহার-পুরী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস ও অন্যান্য। বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে বলে জানা গিয়েছে।
এমন একাধিক ট্রেন বাতিল ও নানান স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। তারাও বিরক্তি দেখিয়েছেন। এই অবরোধ প্রসঙ্গে পুরুলিয়া জেলা সভাপতি সনৎ কুমার বেসরা বলেন, “দাবীপূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে”।