রাজ্য

‘বড় অন্যায় হয়েছে, দোষীদের পাশে আর দাঁড়াব না, অধিকারী গড়ে দাঁড়িয়ে মন্তব্য কুণালের, কাকে খোঁচা দিলেন তৃণমূল নেতা?

এর আগেও বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার ফের একবার তোপ দাগলেন তিনি। গতকাল, শুক্রবার হলদিয়ার (Haldia) মাখনবাবুর বাজারে একটি সভা ছিল তৃণমূলের। সেই সভা থেকেই পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন কুণাল। বলেন, “দোষীদের পাশে আর দাঁড়াব না”। এদিনের এই সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritobrata Banerjee), হলদিয়ার শহর তৃণমূল সভাপতি স্বপন নস্কর (Swapan Naskar) ও একাধিক স্থানীয় তৃণমূল নেতা।

এদিন এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের তোপ দাগার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে কটাক্ষ শানান কুণাল। বলেন, “হলদিয়ায় শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে। হলদিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অলিখিত প্রাচীর তৈরি হয়েছিল। ঠিকাদাররাজ তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ভেঙে দিয়েছেন। যে কারণে শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে”।

কুণালের কথায়, হলদিয়ায় এমন উন্নতি অধিকারীদের আমলে ছিল না। তাঁর দাবী, নতুন তৃণমূলের মতোই নতুন হলদিয়া গড়ে উঠবে। রাজ্য সরকার মানুষকে নতুনতর হলদিয়া উপহার দেবে। হলদিয়া পুরসভায় ২৯টি আসনে জয়লাভ করবে তৃণমূল, এমনটাই দাবী তৃণমূল মুখপাত্রের।

এদিন বিজেপিকে শানিয়ে কুণাল বলেন, “রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর কাজ হয়েছে”। তাঁর কথায়, “কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আমরা ভুল শুধরে নেব”। এদিন কুণাল স্পষ্ট জানিয়ে দেন, “যাঁরা দোষী, তাঁদের পাশে দাঁড়াবে না দল। তবে ভুল নিয়ে বিজেপি, সিপিএমের সমালোচনার অধিকার নেই। কোনও ভুল করলে মাথা পেতে তা স্বীকার করে নিয়ে শুধরে নেব আমরা”।

কেন্দ্রীয় সরকারকে এদিন তুলোধোনা করে কুণাল বলেন, “বিজেপি সরকারের সমালোচনা করে কুণাল বলেন, ‘ব্যাঙ্ক, এলআইসি-কে আদানিদের কাছে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার”। তিনি আরও অভিযোগ করে বলেন যে কেন্দ্র সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করছে না।

Back to top button
%d bloggers like this: