ন্যক্কারজনক! দিনের পর দিন নিজের নাতনিকে ধ’র্ষ’ণ দাদুর, সন্তান প্রসব ১২ বছরের নাবালিকার, গ্রেফতার ৫৩ বছরের প্রৌঢ়

নিজের দাদুই দিনের পর দিন ধরে ধ’র্ষ’ণ করল নিজের নাতনিকে। লাগাতার ধ’র্ষ’ণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১২ বছরের নাবালিকা। সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছে সে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তার ৫৩ বছরের বয়সী দাদুকে গ্রেফতার করল ফরিদাবাদ পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, গত নভেম্বরে এক উৎসবে যোগ দিতে ওই নাবালিকা ও তার মা আসে কলকাতায়। সেই সময় পেটে যন্ত্রণা শুরু হয় নাবালিকার। চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় ওই নাবালিকা ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনার পর মা-কে সব কথা খুলে জানায় ওই নাবালিকা। জানায় যে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একাধিকবার ধ’র্ষ’ণ করেছে দাদু। নভেম্বর মাসেই কিছুটা সময়ের আগেই সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা।
এই ঘটনার পর ডিসেম্বর মাসে কলকাতাতেই অভিযুক্তের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেন নাবালিকা ও তার মা। এরপর ডাকযোগে ফরিদাবাদ পুলিশের কাছে সেই এফআইআর পাঠানো হয়। সূত্রের খবর, গ্রামবাসীদের মুখ থেকে অভিযুক্ত যখন জানতে পারে যে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে আর পুলিশ তাকে খুঁজছে, সেই সময় সে বাড়ি ছেড়ে পালায়। মোবাইল ফোন বন্ধ করে দিয়ে ঘন ঘন জায়গা বদল করে নানান জায়গায় পালাতে থাকে সে।
গত বুধবার রাতে অবশেষে ফরিদাবাদের পাল্লা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩১৫ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ সূত্রে খবর, সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। বর্তমানে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সে। তার অবস্থা আপাতত স্থিতিশীল। নবজাতকও সুস্থই রয়েছে বলে জানিয়েছে পুলিশ।