রাজ্য

মালদহের পর শিলিগুড়ি, ফের এক মহিলাকে বি’ব’স্ত্র করে ভরা সালিশি সভায় মারধর, দাঁড়িয়ে দেখলেন পঞ্চায়েত সদস্যা

মালদহের ঘটনার রেশ এখনও কাটে নি। এরই মধ্যে এবার ফের এক মহিলাকে বি’ব’স্ত্র করে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সালিশি সভায় স্থানীয় পঞ্চায়েত সদস্যার সামনেই এক গৃহবধূকে বি’ব’স্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির লোয়ার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর ঘটনায় নিন্দার ঝড় ওঠে গোটা এলাকা জুড়ে।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে স্থানীয় এক মহিলা রোশনি খেরওয়ার পরকীয়ার সম্পর্ক জেরে দিন কয়েক আগে এলাকায় ঝামেলা শুরু হয়। গত ১৯ জুলাই এই বিষয়টি নিয়ে সালিশি সভা বসে ভুজিয়াপানির পান্থাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। সেই সময় হাতাহাতিতে জড়ান প্রদীপ সরকারের স্ত্রী গৌরী ও রোশনি। দু’পক্ষকে ছাড়াতে গেলে ওই নির্যাতিতা মহিলাও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

বলে রাখা ভালো, নির্যাতিতা মহিলা গৌরীদেবীর ঘনিষ্ঠ বান্ধবী। এই ঘটনার পরের দিন হাতাহাতির ঘটনা নিয়ে ফের একটি সালিশি সভা ডাকা হয়। অভিজপগ, ওইদিন নির্যাতিতা মহিলা সালিশি সভায় যেতেই তাঁর উপর চড়াও হয় রোশনি ও তাঁর দলবল। মহিলার পোশাক ছিঁড়ে ফেলা হয়। মহিলাকে বি’ব’স্ত্র করে ভরা সভায় সকলের সামনে মারধর করা হয় বলে অভিযোগ।

সেই সময় ওই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুলবুলি সিং। কিন্তু তিনি বা অন্য কেউ এই ঘটনায় কোনও বাধা দেন নি বা রোশনিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন নি। কোনওমতে বাড়ি ফেরেন নির্যাতিতা। চিকিৎসা করানোর পর সোমবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ জানান তিনি।

সূত্রের খবর, ওই নির্যাতিতা মহিলার স্বামী বিকলাঙ্গ। তিন সন্তান ও বিকলাঙ্গ স্বামীকে নিয়ে দিনমজুরের কাজ করে কোনওমতে সংসার চালান মহিলা। ফলে প্রথমে পুলিশের কাছে যাওয়ার সাহস পান নি তিনি। পরে স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।  

ওই নির্যাতিতা মহিলে জানান, “সকলের সামনে আমাকে বি’ব’স্ত্র করে বেধড়ক মারধর করা হয়েছে। সালিশি সভায় উপস্থিত বেশকিছু পুরষও মারধর করেছে। এখন অভিযোগ করার পর আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে”।

পঞ্চায়েত সদস্যা বুলবুলি সিংয়ের পালটা দাবী, “মারধর বা হাতাহাতি হয়েছে ঠিকই। তবে বিবস্ত্র করে মারধর করা হয়নি। বাকিটা পুলিশ তদন্ত করে দেখুক”। এই ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্রকুমার বলেন, “একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে”।

Back to top button
%d bloggers like this: