রাজ্য

ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে! নারায়ণগড়ে শুট আউটের শিকার তৃণমূল কর্মী

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। নিয়মিত বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে।

এরই মাঝে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুট আউটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গুলি করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল।

প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ছবি। এই ঘটনার জন্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই দায়ী বলছে এলাকাবাসী। বোমাবাজি, গুলি চলার মতো অভিযোগ উঠেছে।

আঞ্চলিক সূত্র মারফত খবর, মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বহরমপুরের কাছে অভিরামপুরে হামলা হয়।

আরও পড়ুনবর্তমান সময়ের অপ্রত্যাশিত ছবি! বারুইপুরের হোটেলে সান্ধ্য আড্ডায় মগ্ন শুভেন্দু-বাবুল-কুণাল

এরপর গুরুতর জখম অবস্থায় সৌভিক দোলুই নামে ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন। চিকিৎসা চলছে সীতারাম মুর্মু ও অজিত মণ্ডল নামে অন্য দুই কর্মীর।

তৃণমূল সূত্রে খবর, মোকরামপুরে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে সম্প্রতি দলে ফেরায় তৃণমূল। তারপরই এই আক্রমণ। এ ব্যাপারে লক্ষ্মী শিটের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে যথারীতি অন্তর্দ্বন্দ্বের অভিযোগ ন্যাসাৎ করে জেলা তৃণমূল নেতৃত্ব দায় ঠেলেছে বিজেপির ঘাড়ে।

Back to top button
%d