রাজ্য
BIG NEWS: বালি থেকে তৃণমূলের প্রার্থী হবেন দেবাংশু? নাম ঘোষণা হতে পারে আজই

তৃণমূলের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু ভট্টাচার্য। রাজ্য তৃণমূলের মুখপাত্র হিসাবে দলকে কিন্তু তিনি বেশ টেনে তুলেছেন, মত বিশেষজ্ঞদের। দলের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ গলা ফাটান দেবাংশু। তাই এবার তার আনুগত্যের উপহার পেতে চলেছেন এই যুব নেতা।
আরও পড়ুন – আজ কলকাতায় বৈঠক, কাল ঘোষণা প্রার্থী তালিকা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে BJP!
আজ সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। সেখানেই সম্ভবত থাকবে দেবাংশুর নাম। এছাড়াও উত্তর ২৪ পরগনার নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-এর নাম ভেসে বেড়াচ্ছে। সূত্রের খবর, বালি থেকে প্রার্থী হচ্ছেন দেবাংশু। সম্ভবত বীজপুর থেকে দাঁড়াবেন তৃণাঙ্কুর।