WB Election 2021: পুলিশ কমিশনারকে চিঠি বিজেপির, পোস্টাল ব্যালেটে কারচুপির অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল গেরুয়া শিবির। ভোটে পোস্টাল ব্যালেটে কারচুপি করতে অন্যান্য পুলিশ অফিসারদের পরিচয়পত্র সংগ্রহ করছে লালবাজার পুলিশ। এই বিষয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিল বঙ্গ বিজেপি। এই চিঠিতে কালীঘাট থানার ওসি-সহ আরও দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ও তাদের বরখাস্তের আবেদনও জানানো হয়েছে।
জানা গিয়েছে, আজ, সোমবার সকালে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই চিঠিতে সাক্ষর করছেন বিজেপির নেতা স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, সব্যসাচী দত্ত প্রমুখ। চিঠিতে বলা হয়েছে যে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে কারচুপি করা হচ্ছে লালবাজারের ভেতর থেকেই। পোস্টাল ব্যালেটে কারচুপি করার জন্য অন্যান্য পুলিশ কর্মচারীদের পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে। এর জেরে ভোটবাক্সে প্রভাব পড়বে বলে মনে করছে বঙ্গ বিজেপি।
অভিযোগ উঠেছে, এই ঘটনায় জড়িত রয়েছে কালীঘাট থানার ওসি শান্তনু সিনহা বিশ্বাস। তাঁকে এই কাজে সাহায্য করছে আরও দুই সাব ইন্সপেক্টর তপন কুমার মাইতি ও বিজিতাশ্ব রাউত। অভিযোগ, প্রক্সি ভোটের জন্যই এই পরিচয়পত্র সংগ্রহের কাজ করছেন এই দুই আধিকারিক।
বিজেপির এই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে গত ১৩ই ফেব্রুয়ারি কলকাতার উত্তীর্ণ সভাঘরে শাসকদলের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে কিছু পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে কলকাতা পুলিশের একাধিক কর্মীর হাতে তৃণমূলের পতাকা দেখা যায়।
আরও পড়ুন- আজ থেকে আমজনতার টিকাকরণ কর্মসূচী শুরু, প্রথম টিকা নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পুলিশ কমিশনারকে দেওয়া এই চিঠির মাধ্যমে কালীঘাট থানার ওসি ও তাঁর সঙ্গে যুক্ত দুই পুলিশ আধিকারিকের বরখাস্তের আবেদন জানিয়েছে বিজেপি। একইসঙ্গে ভোটে কারচুপির এই কার্যকলাপ যাতে অবিলম্বে বন্ধ করা হয়, সেই আর্জিও জানানো হয়েছে। এই চিঠির একটি প্রতিলিপি-সহ অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। নির্বাচনের কাজ থেকে যাতে কলকাতা পুলিশকে দূরে রাখা হয়, সেই আবেদনও জানানো হয়েছে।