রাজ্য

বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ শিশু, পঞ্চায়েত ভোটের পরও উত্তেজনা সালারে

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের একাধিক প্রান্ত উত্তপ্ত হয়েছিল। এর মধ্যে ছিল মুর্শিদাবাদের সালারও। তবে ভোট মিটতেও যে সেই এলাকার পরিস্থিতি শান্ত হয়নি, তা বেশ স্পষ্ট। মুর্শিদাবাদের সালারের কাগ্রাম এলাকার বাবলা গ্রামে বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে বোমা ফেটে জখম হল দুই শিশু। কে বা কারা এই বোমা রেখেছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কী ঘটেছিল ঠিক?

জানা গিয়েছে, আজ, শনিবার সকালে বাবলা গ্রামে সাহিল শেখ ও সাকিব শেখ নামের দুই শিশু খেলনা ভবে কৌটো বোমা নিয়ে খেলছিল। আচমকা তা ফেটে যায়। আর বোমা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয় দুই শিশুই। আহত অবস্থায় সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই শিশুকে। সেখানেই তাদের চিকিৎসা চলছে আপাতত।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, বোমা বিস্ফোরণের পরও ওই এলাকায় আরও চারটি কৌটো পড়ে রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন দুই শিশুর পরিবারের সদস্যরা। বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। কে বা কারা, কী উদ্দেশে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিস্ফোরণের ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সকলে। ঘটনার তদন্ত শুরু করতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

রাজ্যের অন্য জায়গা থেকেও উদ্ধার হয়েছে বোমা

শুধুমাত্র সালারই নয়, বীরভূমের মাড়গ্রামের তপনেও ফের উদ্ধার করা হয়েছে বোমা। মোট ৬টি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা হয়েছিল ওই বোমাগুলি। কমপক্ষে ৯০টি বোমা উদ্ধার করা হয়েছে। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। কে বা কারা বোমা মজুত করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: