রাজ্য

পঞ্চায়েত ভোটের দিনও ঝরল শিশুর রক্ত, ভাঙড়ে বোমা ফেটে ঝলসে গেল ২ শিশু, অবস্থা আশঙ্কাজনক

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ল শিশুও। বোমা ফেটে গুরুতর আহত দুই শিশু। ঘটনাস্থল সেই ভাঙড়। শনিবার সকালে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় ৭ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি বাচ্চা মেয়ে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ছয়ানিতে।

কী অবস্থা দুই শিশুর?

দুই শিশুর মধ্যে বাচ্চা ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। তার মাথার পাশ থেকে রক্ত চুইয়ে পড়ছে বলে খবর। দু’জনকেই জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

গোটা রাতই উত্তপ্ত ছিল ভাঙড়। চলেছে বোমাবাজি। স্থানীয়দের কথায়, বোমার শব্দের জেরে দু’চোখের পাতা এক করতে পারেন নি তারা। আর সকাল হতেই ফের শুরু হয়েছে অশান্তি। পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই একের পর এক অশান্তির খবর মিলেছে ভাঙড় থেকে। আজ তার ক্লাইম্যাক্স।

ঘটনাটি কী ঘটেছিল?

জানা গিয়েছে, সকালে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল শিশু দুটি। ঝোপের মধ্যে দুটি সুতোলি পাকানো ‘বল’ পড়ে থাকতে দেখেছিল তারা। বাচ্চা ছেলেটি সেই সুতোলির গোল্লাকে বল ভেবে হাতে তুলে নেয়। স্থানীয়দের কথায়, আচমকাই বিকট শব্দ শুনতে পান তারা। দৌড়ে ঘরের বাইরে এসে দেখেন, দুই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মুখের একপাশে ঝলসে গিয়েছে তাদের। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভাঙড় স্পর্শকাতর এলাকা হিসেবেই চিহ্নিত। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদাড়ি থাকার কথা। পুলিশেরও সেখানে সক্রিয় ভূমিকায় থাকার কথা। কিন্তু সেখানেই এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Back to top button
%d bloggers like this: