শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, পোস্ট ভাইরাল ছাত্রীর, পোস্টের প্রতিবাদে ধর্নায় বিশ্বভারতীর উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু নিয়ে জট এখনও কাটে নি। তা নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল। এরই মধ্যে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। সেই পোস্টের প্রতিবাদে ধর্নায় বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
কী অভিযোগ করেছেন ওই ছাত্রী?
সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীর একটি গ্ৰুপ রয়েছে। জানা গিয়েছে, সেই গ্রুপেই একটি পোস্ট করা হয়েছে। সেখানেই একজন ছাত্রীর অভিযোগ রয়েছে। তবে তাঁরও নাম-পরিচয় উল্লেখ করা নেই। তাঁর অভিযোগ, সংগীত ভবনের অধ্যাপকদের একাংশ তাঁর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করেছেন। সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর তা নিয়ে শুরু হয় তোলপাড়।
কী জানাচ্ছেন উপাচার্য?
এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সংগীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের নিয়ে ধর্নায় বসেছেন তিনি। উপাচার্যের দাবী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তাঁর কথায়, “বিশ্বভারতী কর্তৃপক্ষকে কালিমালিপ্ত করার জন্যই পরিকল্পিতভাবে এমন পোস্ট করা হয়েছে”।
একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য ঘনাচ্ছে। বারবার র্যাগিংয়ের তত্ত্ব উঠে আসছে। ওই ছাত্রকে নির্যাতন করা হয়েছিল মৃত্যুর আগে, এমন তথ্যও উঠেছে। আর এরই মধ্যে রাজ্যের আরও এক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে আসায় স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই পোস্টে ছাত্রীর নাম বা পরিচয় উল্লেখ না থাকলেও, এই বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়েছে বিশ্বভারতীতে। এর প্রতিবাদেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের নিয়ে ধর্নায় বসেছেন উপাচার্য। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ধর্না। জানা গিয়েছে, এই ধর্না চলবে বিকেল পর্যন্ত। এই সংগীত ভবনে সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে সবদিক।