
মাঝে আর মাত্র একটা দিন। এরপরই শনিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোট প্রচারে খামতি রাখছেন না কোনও রাজনৈতিক দলই। সকলেই নিজের নিজের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপির তরুণ সৈনিক যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন যশ। হয়েছেন নির্বাচনের প্রার্থীও।
এবারের নির্বাচনে হুগলীর চণ্ডীতলা থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ বড় দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। এখন তো তিনি একেবারে চণ্ডীতলার ঘরের ছেলে। শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধের লড়াই। প্রায় রোজই যশ বেরোচ্ছেন ভোটের প্রচারে। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে দিশেহারা হয়ে গিয়েছেন সাধারণ মানুষ।
সম্প্রতি, বাইকে চড়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা যশ। এলাকার মানুষের সমস্যার কথা ঘরে ঘরে গিয়ে জানতে চাইছেন তিনি। তবে চণ্ডীতলায় প্রচার করতে যাওয়ার সময়ই ঘটল কেলেঙ্কারি। অভিনেতার বাইক আটকে ছুটে যান এক মহিলা অনুরাগী। এরপরই যশকে জড়িয়ে ধরে চুম্বন করতেও শুরু করেন। জামার কলার, ঘাড় টেনে সেলফি তোলার ধূম পড়ে যায়। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
যশকে কাছে পেয়ে কী করবেন ভেবেই পাচ্ছিলেন না ওই মহিলা। শুধু চুম্বন করে বা সেলফি তুলেই তিনি থেমে থাকেননি। যশকে আই লাভ ইউও বলে বসেন। শুধু তাই-ই নয়, বিয়ের প্রস্তাবও দেন অভিনেতাকে। যশ আর কীই বা করবেন, এত ভালোবাসা তো আর ফেরানো যায় না। মহিলাকে ধন্যবাদ জানান তিনি। যশের এই ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন- দোলের দিনই ভালোবাসার রং লাগতে চলেছে সিড ও মিঠাইয়ের জীবনে, এক হয়ে যাবে কী দুই মন?
২১-এর ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। বঙ্গ জয়ের আশায় বেশ কোমর বেঁধেই ভোটযুদ্ধের ময়দানে নেমেছে। রাজ্যে একের পর এক কেন্দ্রীয় নেতারা আসছেন সভা-মিছিল করতে। এরই মধ্যে সকলকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে পা রাখেন অভিনেতা যশ দাশগুপ্ত। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরেই গেরুয়া পতাকা তুলে নেন তিনি। প্রেমের গুঞ্জনের মধ্যেই নুসরতের বিরোধী দলে যোগ দিয়ে জল্পনা আরও বাড়িয়ে তোলেন অভিনেতা।