রাজ্য

কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? প্রকাশ্যে আনুন! নির্বাচন কমিশনকে চিঠি রাজ্য বিজেপির

নন্দীগ্রামের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন‌ই নন্দীগ্রামেই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন তাঁকে চার-পাঁচ জন মিলে ধাক্কা দিয়েছে, আর তাতেই নাকি পড়ে যান তিনি। অভিযোগের আঙুল যথারীতি ওঠে বিজিপির দিকে।

তবে স্থানীয়রা বলেন না, ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই পড়ে গেছেন মুখ্যমন্ত্রী l নন্দীগ্রামে আহত হওয়ার পর‌ই তাঁকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা হয় মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন –Big Breaking: বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী? মিলল স্পষ্ট ইঙ্গিত!

আর এবার নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কী চিকিৎসা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি জানাল বিজেপি। রবিবার এই দাবিতে নির্বাচন কমিশনকে রাজ্য বিজেপির তরফে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ভোটপ্রচারের সময় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই তাঁকে ভর্তি করা হয় কলকাতার SSKM হাসপাতালে। তার পর দেড় দিন তিনি হাসপাতালে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মমতা।মুখ্যমন্ত্রী আহত হতেই ‘ভাঙা পায়ে খেলা হবে’ বলে প্রচার শুরু করে বিজেপি। রবিবার পায়ে আঘাত নিয়ে হুইলচেয়ারে বসে কলকাতায় মিছিল করেন মমতা। তার মধ্যেই কমিশনের কাছে পৌঁছ বিজেপির চিঠি।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

কি লেখা হয়েছে ওই চিঠিতে? চিঠিতে রাজ্য বিজেপির তরফে স্পষ্ট করে লেখা হয়েছে, ‘SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রীর কী চিকিৎসা হয়েছে তা প্রকাশ্যে আসা উচিত। তাহলেই সত্য প্রকাশ্যে আসবে। যার জেরে ভবিষ্যতে মানুষের মতকে প্রভাবিত করতে এসব নাটক করার সাহস পাবে না কেউ।’

মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরই এই ঘটনাকে ‘নাটক’ বলে তোপ দাগেন একাধিক বিজেপি নেতা। তাঁদের দাবি, নন্দীগ্রামে পরাজয় আসন্ন বুঝে পালানোর রাস্তা খুঁজছিলেন মুখ্যমন্ত্রী। তাই আহত হওয়ার ভান করছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর চিকিৎসাপদ্ধতি নিয়ে সোশ্যাল সাইটেও মশকরা করেছেন অনেকেই। ছবি দিয়ে তারা বলেছেন, বুধবার রাতে যে পায়ে প্লাস্টার ছিল বৃহস্পতিবার তাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হল কী ভাবে? এক দিনে ভাঙা হাড় জোড়া লাগালেন কোন ডাক্তার?

এবার দেখা যাক রাজ্য বিজেপির এই চিঠির কি উত্তর আসে।

Back to top button
%d