রাজ্যবিনোদন

বাংলায় সুশাসন-চাকরির জন্য মোদীর হাতে তুলে দিতে হবে বাংলাকে, বিজেপিকে জেতানোর ডাক যশ-শ্রাবন্তীর

এমনিতেই বঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য সহ দেশীয় রাজনীতি। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে একের পর এক চমক দিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল৷ ব্রিগেডে হাজির হয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীও৷ সবে মিলিয়ে বিজেপিতে এখন গ্ল্যামারের ছড়াছড়ি৷

আরও পড়ুন –Big Breaking: বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী? মিলল স্পষ্ট ইঙ্গিত!

গেরুয়া শিবিরে যোগ দেওয়া তারকারা মোদীর হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য যথেষ্টই উদগ্রীব। জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার। যেমন বিজেপিতে যোগ দিয়ে নতুন সফরের কথা উল্লেখ করেন শ্রাবন্তী। জানিয়েছিলেন, এক নতুন অধ্যায় শুরু। এবার থেকে এই নতুন পথে তিনি মানুষের সঙ্গে ও পাশে থাকবেন। এবার সোশ্যাল মিডিয়াতেও হলেন সরব। লিখলেন- বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির, মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

একই সঙ্গে একই কথা উল্লেখ করে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যশও, তিনি জানান, বাংলায় আসবে সুশাসন, মানুষ পাবে চাকরি। রাজ্যে হবে উন্নয়ন, তৈরী হবে শিল্প। কারণ বাংলায় আসছে এবার মোদী সরকার। যশের বিশ্বাস এই পরিবর্তনের পরিবর্তন আনবে বিজেপি। বাংলায় এবার বিজেপি-রই হবে জয়। সেই বিশ্বাস রেখেই এখন প্রচারের মুখ যশ রাজনীতির ময়দানে অ্যাক্টিভ।

Back to top button
%d