রাজ্য

কমেছে তাপমাত্রা, সকাল থেকেই মেঘলা আকাশ, ডিসেম্বরেও কী ভিজবে বাংলার মাটি?

শিরশিরানি হাওয়া বইছে তবে সকাল থেকে আজ রোদের দেখা নেই। ডিসেম্বরের শুরুতেই বাংলা ফের ভিজতে পারে কী না, ত নিয়ে প্রশ্ন রয়েছে বঙ্গবাসীর মনে। তবে আলিপুর আবহাওয়া দফতরের কথায়, তেমন কোনও আশঙ্কা এই মুহূর্তে নেই। রাজ্যে বৃষ্টি এখন হবে না বলেই জানালেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হলেও ঘূর্ণিঝড় ‘মানদৌসে’র সরাসরি প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই। তাই আপাতত আগামী চার-পাঁচদিন রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

তবে জানা গিয়েছে বৃহস্পতিবারের পর থেকে রাজ্যে শীতের আমেজ কমবে। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা বেশ বাড়বে বলে জানা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

এর জেরে শীতবিলাসীদের মন বেশ উদাস। বড়দিনেও কী উপভোগ্য শীত পড়বে না, এখন এটাই প্রশ্ন তাদের। তবে হাওয়া অফিস আশ্বাস করেছে যে এই ঘূর্ণিঝড় ‘মনদৌস’এর প্রভাব কেটে গেলেই ফের রাজ্যে শীত ফিরবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়বে না বলেই জানিয়েছেন আবহবিদরা।

জানা গিয়েছে, পুদুচেরি, তামিলনাড়ু, পণ্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় ‘মনদৌস’এর সরাসরি প্রভাব পড়বে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে কোনও বড়সড় ক্ষতি যাতে না হয়, সেই কারণে সতর্কমূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

Back to top button
%d