রাজ্য

ঘূর্ণিঝড় ‘মোকা’ আছড়ে পড়ার আগে আজও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি বঙ্গে, হলুদ সতর্কতা জারি সব জেলাতেই

আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এর আগে আজ, বৃহস্পতিবারও রাজ্যের নানান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ নামবে বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এদিন আকাশ মেঘে ঢেকে রয়েছে। এমন আবহে দুপুরের পরে বৃষ্টি নামতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলার সবকটি জেলাতেই আজ, বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামীকাল শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে আগামী ৬ই মে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে এরপর সেখানে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গে আগামী পাঁচদিন বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরের সব জেলাতেও আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলাই থাকবে। এদিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল, বুধবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

Back to top button
%d bloggers like this: