রাজ্য

সাপ ক্ষোপের ঘুরে বেড়ায় স্কুলে, বর্ষাকালে স্কুল দ্বীপে পরিণত হয়! জানুন পশ্চিমবঙ্গের সেই বিদ্যালয়ের কথা

পাঁচটি ক্লাস মিলে ১৫ জন পড়ুয়া। স্কুলে শিক্ষক ২ জন এবং শিক্ষিকা ১ জন। একটি মাত্র ক্লাস রুম। এরকম করে দীর্ঘদিন ধরে চলছে পঠনপাঠন। বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং জরাজীর্ণ হয়ে গেছে। সেখানে সাপ ক্ষোপের আড্ডা বসে।

বিদ্যালয়টির ঠিকানা হুগলির গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেওয়ানচক গ্রাম। গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬২ সাল নাগাদ। গরিব পরিবারের ছেলে মেয়েরা পড়তে আসে। বর্ষাকালে অর্ধেক দিন স্কুল ছুটি থাকে। কারণ, বর্ষায় বৃষ্টি হলে গ্রামটি দ্বীপে পরিণত হয়। চারিদিকে জলে ভর্তি হয়ে যায়।

স্কুল কর্তৃপক্ষ অরীণ কুমার ব্যানার্জী বলেন, ‘এখন পড়ুয়া কম রয়েছে। সেই কারণে শিক্ষক কম। ছাত্র বাড়লে শিক্ষকও বাড়াতে হবে। পড়ুয়া অনুযায়ী ফান্ড পাই। তাই পড়ুয়া বাড়লে আমাদের ভেবে দেখতে হবে। আর ছেলে-মেয়েদের সুরক্ষার কথা ভেবেই আমারা বাইরে ক্লাস করি।’

গ্রামবাসীরা জানাচ্ছেন, ‘জরাজীর্ণ অবস্থায় স্কুল পড়ে রয়েছে। সেই কারণে বাইরে বসেই কাজ করতে হচ্ছে। দু’জন শিক্ষক একজন শিক্ষিকা। ক্লাস হয়। বন্যার জন্য ক্লাস বন্ধ থাকে।’

Back to top button
%d bloggers like this: