রাজ্য

পরকীয়ার পথে ‘কাঁটা’ খুদে! অন্যত্র সংসার পাততে চার বছরের শিশুকে খুন করল মা, সঙ্গ দিল মায়ের প্রেমিকও

মায়ের পরকীয়ার পথে কাঁটা চার বছরের শিশু। আর এর জেরে চরম শাস্তি পেল খুদে শিশু। চার বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল তার মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কুন্দখালি গ্রামে। সূত্রের খবর, গত মঙ্গলবার সন্ধ্যেয় এক স্থানে এলাকার মানুষজন একটি শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর শিশুর মা-কে জিজ্ঞাসাবাদ করলে কোনও জবাব দিতে পারেন নি তিনি। এরপরই এলাকার লোকজন মারধর শুরু করে মহিলাকে। তখনই মহিলা জানান যে তাঁর প্রেমিক খুন করেছে তাঁর ছেলেকে। পুলিশ আটক করে ওই মহিলাকে। তবে মহিলার প্রেমিক আপাতত পলাতক।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৫ বছর আগে তোয়েব আলি পিয়াদার সঙ্গে বিয়ে হয় মাফুজার। সংসার চালাতে কলকাতায় কাজে যান স্বামী। অভিযোগ, সেই ফাঁকে কুলতলির গাজিরহাটের আবুল হোসেন শেখের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন মাফুজা পিয়াদা।

অভিযোগ, স্বামী কাজে বেরিয়ে গেলে মাঝেমধ্যেই আবুল হোসেন বাড়িতে আসতেন। গত মঙ্গলবার সকালে স্বামী বাড়িতে না থাকায় বাড়িতে আসেন আবুল। দুপুরেই দু’জন সিদ্ধান্ত নেয় যে তারা অন্যত্র গিয়ে বিয়ে করবেন। কিন্তু কাঁটা হয়ে দাঁড়ায় মাফুজার ছোট ছেলে। মা’কে ছাড়া থাকতে পারবে না চার বছরের শিশু। ছেলের থেকে নিস্তার পেতে মা ও প্রেমিক মিলে তাকে খুনের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ।

মহিলার প্রতিবেশীর দাবী, তারা সন্ধ্যের সময় খবর পান একটি শিশু মারা গিয়েছে। নির্দিষ্ট স্থানে তারা গিয়ে দেখেন যে মৃত শিশুর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিশুর মা-কে এই নিয়ে জিজ্ঞাসা করলে কোনও সদুত্তর মেলেনি।

এরপরই তাকে মারধর করতে শুরু করে স্থানীয়রা। মাফুজা তখন বলেন যে তিনি দোকানে গিয়েছিলেন। আর সেই সময় তার প্রেমিক খুন করেছে ওই বছর চারেকের শিশুকে। কুলতলি থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে শিশুর মৃতদেহ উদ্ধার করে মহিলাকে আটক করে। অভিযুক্ত মহিলার প্রেমিক পলাতক বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: