রাজ্য

গাড়ি চালানো শিখতে গিয়ে মর্মান্তিক ঘটনা, এক শিশুকে পিষে দিল যুবক, ঘাতক গাড়িতে আগুন স্থানীয়দের, রণক্ষেত্র এলাকা

গাড়ি চালানো শিখছিলেন যুবক। সেই সময়ই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক শিশুকে পিষে দেন ওই যুবক। প্রতিবাদে ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দিলেন স্থানীয়রা। পুলিশকে ঘিরে উত্তেজনা। রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির দেবীনগর পাড়া এলাকায়। মৃত শিশুর নাম শুভজিৎ রায়, বয়স ৯ বছর। দেবীনগর পাড়ার এক বাড়িতে মা-বাবার সঙ্গে ভাড়া থাকত শিশুটি। আজ, রবিবার সকালে সাইকেল নিয়ে বাড়ির সামনের দোকানে কিছু কিনতে গিয়েছিল শুভজিৎ। তখনই ঘটে বিপদ।

জানা গিয়েছে, ওই সময় ময়নাগুড়ি বেসিক স্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। তার নাম অমিতাভ ঘোষ। আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। সজোরে ধাক্কা মারেন ওই শিশুটিকে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে শুভজিৎ।

কী হয় এরপর?

এমন ঘটনার পরই ছুটে যান স্থানীয়রা। ঘাতক গাড়ি ও চালককে আটকে রাখেন তারা। খবর যায় পুলিশে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, খবর ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করে। শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিক্ষোভ দেখান। প্রতিবাদে ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত আপাতত পলাতক। ময়নাগুড়ি থানায় আইসি জানান, তার খোঁজ চলছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।  

Back to top button
%d bloggers like this: