রাজ্য

‘ইন্ডিয়া নয়, ভারতই হবে দেশের নাম, পছন্দ না হলে দেশ ছেড়ে চলে যান’, ইন্ডিয়া-ভারত বিতর্কের মাঝেই হুঙ্কার দিলীপের

দেশের নাম কী? ইন্ডিয়া নাকি ভারত? এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিতর্ক তুঙ্গে। বেড়েছে শাসক-বিরোধী তরজা। এরই মাঝে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেন দেশের নাম ইন্ডিয়া নয়, ভারতই হবে। আর তা যদি কারোর পছন্দ না হয় তাহলে তাঁকে বা তাদের দেশছাড়ার নিদানও দিলেন তিনি। বিজেপি নেতার এহেন মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল ও সিপিএম।

কী বলেছেন দিলীপ ঘোষ?

আজ, রবিবার খড়গপুরে ‘চায়ে পে চর্চা’তে হাজির হন দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে দেশের নাম ইন্ডিয়া নাকি ভারত এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তাঁর জবাব, “India নয়, দেশের নাম রাখা হবে শুধুমাত্র ভারত।যারা এর বিরোধিতা করবেন বা যাদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন”।

এরপর তাঁর আরও হুঙ্কার, “সব পালটাচ্ছে। পালটে দেব আমরা। কারোর হিম্মত নেই আটকে রাখার”। তাঁর প্রশ্ন, “যার আজ বিরোধিতা করছে… তামিলনাড়ু যেমন, তাহলে মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পালটে গিয়েছে”।

উপড়ে ফেলা হবে ব্রিটিশ আমলের মূর্তি

শুধু দেশের নাম নিয়ে হুঙ্কারই নয়, এদিন তিনি এও বলেন যে কলকাতায় রাস্তা থেকে ব্রিটিশ আমলের মূর্তি উপড়ে ফেলা হবে। দিলীপ ঘোষের কথায়, “ব্রিটিশ, পর্তুগিজ, মোঘলরা হাজার বছর দেশকে পদদলিত করে রেখেছিল। তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না। কলকাতার রাস্তায় বহু ব্রিটিশদের মূর্তি ছিল। এখন ক’টা আছে? একটা দু’টো এখনও রয়েছে। সব তুলে উপড়ে ফেলব, খালি বিজেপি ক্ষমতায় আসুক”।

কী প্রতিক্রিয়া তৃণমূল-সিপিএমের?

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে শাসক দল তৃণমূল ও সিপিএমের তরফে। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেব, “দেশের স্বাধীনতার যুদ্ধে বিজেপি অংশ নিয়েছিল? ওরা তো মুচলেকা দিয়েছিল। ক্ষমা চেয়েছিল। ওরা কীভাবে স্বাধীনতা নিয়ে কথা বলে। আসলে দলে কল্কে পাচ্ছে না দিলীপ ঘোষ। তাই ভেসে থাকার চেষ্টা করছেন”।

দিলীপের এহেন মন্তব্যে কটাক্ষ ধেয়ে এসেছে সিপিএমের তরফেও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, “দলেই ওঁকে কেউ পাত্তা দেয় না। তাই এসব বলছেন”।

Back to top button
%d bloggers like this: