বাংলার গর্ব! বাঙালির হাত ধরে কমনওয়েলথে ষষ্ঠ পদক পেল ভারত! সোনা জিতে রেকর্ড গড়ল হাওড়ার অচিন্ত্যর

কমনওয়েলথ গেমসে প্রথমদিন থেকেই জয়জয়কার ভারতের। এবার বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার ছেলে অচিন্ত্য শিউলির।
আজ রাতে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি। এই নিয়ে চলতি কমনওয়েলথে ষষ্ঠ পদক পেল ভারত। গেমস রেকর্ড গড়ে একাদশতম বাঙালি হিসেবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। এর আগে ২০১৮-তে গোল্ড কোস্টে বাংলার দুই টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস এবং সুতীর্থ মুখোপাধ্যায় সোনা পেয়েছিলেন কমনওয়েলথে।
অচিন্ত্য প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য।
অচিন্ত্য বাড়ি হাওড়ার দেউলপুরে। বাড়ি বলতে টিনের চলে, মাটির দেওয়াল। জীবন যুদ্ধে অভাবের সংসারে লড়ে যাচ্ছেন এই বঙ্গতনয়। বিশ্বের দরবারে আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করল অচিন্ত্য।