আজব কাণ্ড বটে! পাকিস্তান সুপার লিগ ম্যাচের সময় স্টেডিয়াম থেকে চুরি হয়ে গেল সিসিটিভি ক্যামেরাই, নেটিজেনদের তুমুল ট্রোল প্রতিবেশী রাষ্ট্রকে

পাকিস্তান সুপার লিগকে ঘিরে উত্তেজনার পারদ বেশ চড়েছে। নানান নাটকীয়তায় ভরা এই লিগ। কখনও কোনও খেলোয়াড়কে দেখা যাচ্ছে সতীর্থের দিকে ব্যাট নিয়ে ছুটে যাচ্ছেন তো কখনও আবার সতীর্থের গাল টিপে ছুট কোনও খেলোয়াড়ের।
এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু তা বলে চুরি? তাও আবার স্টেডিয়ামে লাগানো সিসিটিভি ক্যামেরা? হ্যাঁ, এমনই আজব কাণ্ডই ঘটেছে পাকিস্তান সুপার লিগে। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে সিসিটিভি ক্যামেরা ও জেনারেটর ব্যাটারি চুরি করে পালাল চোর।
১০ই ফেব্রুয়ারি শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। মুলতানে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ। মুলতানে এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পাঁচটি ম্যাচ ও করাচিতে হয়েছে আটটি ম্যাচ। লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে বাকি ম্যাচ। গতকাল, রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ছিল পাকিস্তান সুপার লিগের ম্যাচ। আর এই ম্যাচ শুরুর আগেই ঘটল অদ্ভুত ঘটনা। স্টেডিয়াম থেকে চুরি গেল নিরাপত্তার জন্য লাগানো ১০ লাখি ক্যামেরা ও তার ব্যাটারি।
কে বা কারা চুরি করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের বাইরে যে সিসিটিভি রয়েছে, সেই ফুটেজে ধরা পড়েছে এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে চোরদের দেখা গিয়েছে ক্যামেরা ও ব্যাটারি নিয়ে পালাতে। এই ঘটনায় লাহোরের গুলবার্গ থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে। চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে টুইটারে নেটিজেনরা বেশ হাসাহাসি শুরু করেছে পাকিস্তানকে নিয়ে। কারোর কথায়, “আটা কেনার জন্য হয়ত বেচে দিয়েছে”। তো আবার কেউ বলেছেন, “এটা তো পাকিস্তানে সাধারণ ব্যাপার। অবাক হওয়ার কিছু নেই”।
পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় পর্বে গ্রুপের চারটি ম্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এরপর বাছাই পর্ব এলিমিনেটর ও ফাইনাল দুটোই হবে লাহোরে। রাওয়ালপিন্ডিতেও হবে গ্রুপ লিগের ম্যাচ। কিন্তু লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এমন একটি চুরির ঘটনা ঘটে যাওয়ায় বেশ শোরগোল পড়েছে। ওই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা রক্ষীদের কড়া নজর এড়িয়ে কীভাবে এই চুরির ঘটনা ঘটল, তা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।
বলে রাখি, ৬ দলের পাকিস্তান সুপার লিগে ৫টি ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতান। অন্যদিকে, ৪টি ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৩টি ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লাহোর কোয়ালান্দার্স দখল করেছে তৃতীয় স্থান।