খেলা

‘আর্জেন্টিনাই করতাম, বউয়ের চাপে এখন ব্রাজিলকে সমর্থন করি, নাহলে খেতে দেয় না’, ফুটবলপ্রেমীর করুণ দুর্দশা দেখে হেসেই খুন নেটিজেনরা

শুরু হয়েছে ২০২২ বিশ্বকাপ ফুটবল। এই নিয়েই এখন গোটা বিশ্ব মজে রয়েছে। অধিকাংশ বাঙালির কাছেই বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। এই দুই দলকে নিয়েই সবথেকে বেশি উন্মাদনা দেখা যায় বাঙালিদের মধ্যে।

এই বিশ্বকাপের মরশুমেই এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল উঠল নেটপাড়ায়। সেই ভিডিওতে এক বাংলাদেশি ফুটবলপ্রেমীকে বলতে শোনা গিয়েছে যে তিনি নাকি আসলে আর্জেন্টিনারই সমর্থক। কিন্তু তাঁর বউ ব্রাজিলকে সমর্থন করেন। আর বউয়ের চাপে পড়ে তাই তাঁকেও অনিচ্ছা সত্ত্বেও ব্রাজিলকে সমর্থন করতে হয়। তা নাহলে বাড়িতে তাঁর বউ তাঁকে খেতে দেবেন না বলেও করুণ কণ্ঠে জানান তিনি।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্রাজিল এবং আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স করেছে। ব্রাজিল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাই ম্য়াচ খেলেছে। সেটা সার্বিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে ২-০ গোলে জয়লাভ করেছে ব্রাজিল। ম্যাচে রিচার্লিসন জোড়া গোল করেন। তবে একটা উদ্বেগের মেঘ ব্রাজিলের আকাশে ঘুরপাক খাচ্ছে। কারণ প্রথম ম্যাচে খেলতে নেমেই গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। এর জেরে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার মানতে হয় নীল-সাদা জার্সির টিমকে। তবে পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতে যায় মেসির দল। এই ম্যাচে একটা গোল করেন মেসি নিজেও।

তবে আর্জেন্টিনার ওই সমর্থক জানান, “আদতে আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। কিন্তু বিয়ের পর যেহেতু আমার বউ ব্রাজিলকে সাপোর্ট করে, তাই আমিও ব্রাজিলকে সাপোর্ট করি। আমার বউয়ের চাপে। আমার উপর চাপ দিতেই থাকে। ব্রাজিলের বিরুদ্ধে কিছু বললেই রাতে আমাকে খেতে দেয় না। তাই আর সহ্য করতে না পেরে আমি ব্রাজিলকেই সাপোর্ট করি। কিন্তু, নাহলে আমি আর আমার মেয়ে আর্জেন্টিনাকেই সাপোর্ট করি”।

শুধু তাই-ই নয়, তিনি আরও বলেন, “আমার ব্লাড গ্রুপ আগে ছিল A+ (আর্জেন্টিনা)। আর এখনও বউয়ের চাপে পড়ে সেটা B+ (ব্রাজিল) হয়ে গিয়েছে। এছাড়া আমাকে আর্জেন্তিনার জার্সি পরতে দেয় না। ব্রাজিলের খেলা হলে, ব্রাজিলকেই সাপোর্ট করতে হয়”।

Back to top button
%d bloggers like this: