খেলারাজ্য

‘আমি মহামেডানকে সমর্থন করি, আমি দিনে ১০০টা বল খেলি’, মোহনবাগানের নয়া তাঁবু উদ্বোধনে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গতকাল, বুধবার মোহনবাগানের নবনির্মিত তাঁবু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিন এই অনুষ্ঠানে মোহনবাগানের (Mahun Bagan) সঙ্গে জড়িত তাঁর নানান স্মৃতির কথা বলে অন্যান্য দল সম্পর্কেও মন্তব্য করেন তিনি। একের পর এক মন্তব্য করে মমতা বলেন, “আমি দিনে ১০০টা বল খেলি”, “আমি নিজের শাড়ি নিজে ডিজাইন করি”, “আমি মহামেডানকে (Mahamedan) সাপোর্ট করি”। আর তাঁর এই প্রত্যেক মন্তব্যে উঠে আসে করতালির ঝড়।

তবে এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শাড়ির দিক থেকে কিন্তু নজর সরে নি কারোরই। তাঁর সবুজ-মেরুন পাড় দেওয়া শাড়ি দেখে যে মোহনবাগানের সমর্থকরা বেশ আপ্লুত হয়েছেন, তা বলাই বাহুল্য। শাড়ির প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসার সকলেরই জানা। তৃণমূলের জন্মলগ্নের আগে থেকেই এই শাড়ি ও হাওয়াই চটিই তাঁর ভরসার জায়গা।

নিজের শাড়ি প্রসঙ্গে মমতা বলেন, “আমার শাড়ির ডিজাইন প্রধানত আমি করে থাকি। মূলত তাঁতিদের বলে দিই এবং তারা সেগুলি করে দেয়। আসলে আমি যে শাড়িগুলি পড়ি, সেগুলি বাজারে খুব একটা পাওয়া যায় না। সেই কারণে এ কাজ আমি করে থাকি”।

এদিন এই অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে কেউ মমতাকে প্রশ্ন করেন, “আপনি কোন দলের সমর্থক?” এই প্রশ্নের উত্তরে বেশ স্পষ্টই মুখ্যমন্ত্রী বলেন, “আমার মাকে মোহনবাগান করতে দেখেছি। আবার দাদা ইস্টবেঙ্গল দলকে প্রচণ্ড ভালোবাসতো। আমার পরিবারে এমন অনেকেই আছে, যারা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, দুই দলেরই সমর্থক। তবে আবার মহামেডান স্পোর্টিং-এর কোন সমর্থক ছিল না বলে আমি ওই দলও করতাম। বাংলার ফুটবলে যে সকল ছোট ক্লাবগুলোর সমর্থক কম, তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে”।

মোহনবাগান নিয়ে নিজের স্মৃতি রোমন্থন করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “মোহনবাগানের কথা উঠতেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। ওঁর প্রিয় দলের খেলা থাকলেই উনি কালীঘাটে নিয়মিত পূজো দিয়ে আসতেন আর খেলা শুরু হলেই বসে পড়তেন রেডিও নিয়ে”। মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব দলের প্রতিই যে মুখ্যমন্ত্রীর সমান ভালোবাসা রয়েছে, তা আর কে না জানে!

এদিনের এই মঞ্চে মমতাকে ফুটবল হাতেও দেখা যায়। তিনি বলেন, “আমি দিনে ১০০ টা বল খেলি। আসলে এগুলো করলে হাত এবং পা দুই সক্রিয় থাকে”।

Back to top button
%d bloggers like this: