শিবের অত্যন্ত প্রিয় এই ৪ রাশি, এদের উপর সবসময় বর্ষিত হয় মহাদেবের কৃপা, কেটে যায় সমস্ত বিপদ

সোমবার শিবকে খুশি করার বিশেষ দিন। এই দিনে উপবাস ও শিবের পুজো করলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন। আবার শিবের অভিষেক করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শিবের অপর নাম ভোলানাথ। ভক্তের এক ডাকে সাড়া দেন তিনি। ভক্তদের সংকট দূর করতে বিলম্ব করেন না মহাদেব। সকল ভক্তই তাঁর অত্যন্ত প্রিয়। তবে জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু রাশি রয়েছে, যার জাতক-জাতিকাদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
জ্যোতিষ অনুযায়ী এই রাশির অধিপতিও মঙ্গল। বৃশ্চিক জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। প্রতি সোমবার শিবলিঙ্গে এক লোটা জল নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায়। ভক্তের সমস্ত কষ্ট দূর হয়। এর পাশাপাশি সমস্ত ধরনের ভয় থেকে মুক্ত হওয়া যায়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জীবনে প্রচুর সাফল্য লাভ করেন। বিশেষ কোনও সমস্যা বা অভাব এঁদের ঘিরে ধরতে পারে না।
মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির অধিপতি মঙ্গল। এই গ্রহকে শিবের অংশ মনে করা হয়। মনে করা হয় যে এই রাশির জাতক-জাতিকাদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। সোমবার মেষ রাশির জাতক-জাতিকারা নিয়ম মেনে শিবের পুজো ও শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত কষ্ট দূর হয়। মহাদেবের আশীর্বাদে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর জীবনযাপন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থাভাব বা কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। আবার সমস্য়া দেখা দিলেও শীঘ্র তার সমাধান হয়।
কুম্ভ রাশি
এই রাশির অধিপতি শনি। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপরও শিবের আশীর্বাদ থাকে। এই রাশির জাতক-জাতিকারা পুজো করলে শীঘ্র শিবের আশীর্বাদ পেতে পারেন। শিবলিঙ্গে প্রতিদিন জল নিবেদন করলে সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন। মহাদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের অর্থাভাব, দুর্ভোগ দূর হয়। স্বল্প পরিশ্রমে সুখী জীবন যাপন করতে পারেন এই রাশির জাতক-জাতিকা।
মকর রাশি
শিবের প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মকর রাশি। শনি এই রাশির অধিপতি। শনি শিবের প্রিয় ভক্ত। মহাদেবকে নিজের গুরু মনে করেন শনি। তাই মকর রাশির জাতক-জাতিকাদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ বর্তমান থাকে। এই রাশির জাতক-জাতিকারা সোমবার শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গাজল, গোরুর দুধ অর্পণ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি সমস্ত কাজে সাফল্য লাভ সম্ভব হয়।