জ্যোতিষশাস্ত্র

ফুল, বৃষ্টি বা গয়নার স্বপ্ন দেখছেন? লক্ষ্মী আসছে আপনার ঘরে, বাড়তে পারে ধনসম্পত্তি, দূর হবে অর্থাভাব

বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র বলে আমরা যা স্বপ্ন দেখি, তা একটা নির্দিষ্ট অর্থ বহন করে। কোনও স্বপ্নই অনর্থক নয়। স্বপ্ন শাস্ত্র বলে, অর্থহীন স্বপ্নও কোনও না-কোনও ঘটনার ইঙ্গিত দেয়। এমন কিছু স্বপ্ন আছে যা শুভ ও সফল ভবিষ্যতের দিকে ইশারা করে। আবার কিছু কিছু স্বপ্ন অশুভ। এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতের কোনও অঘটন থেকে সতর্ক হওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্ন শাস্ত্রে এমন কিছু স্বপ্নের উল্লেখ রয়েছে, যা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়।

জেনে নেওয়া যাক, কোন কোন স্বপ্ন লক্ষ্মী লাভের দিক ইঙ্গিত করে-j

মন্দির

মন্দিরের স্বপ্নকেও শুভ মনে করা হয়ে থাকে। এমন স্বপ্ন ধন-সম্পত্তি লাভের দিকে ইশারা করে।

ফুল ও গয়নার স্বপ্ন

অনেকগুলি লাল ফুল, হলুদ ফুল এক সঙ্গে দেখলে বুঝতে হবে যে শীঘ্র ধন লাভ হতে চলেছে। খোলা আকাশের নীচে ফুলের স্বপ্ন দেখলে লক্ষ্মী লাভ হতে পারে। আবার গহনার স্বপ্ন দেখাও সম্পত্তি ও সমৃদ্ধির দিকে ইশারা করে। গহনাকে লক্ষ্মীর সঙ্গে যুক্ত করে দেখা হয়। তাই গহনার স্বপ্ন আপনাকে ধন লাভের ইঙ্গিত দিচ্ছে।

লাল শাড়ি

লক্ষ্মীকে অধিকাংশ সময় লাল শাড়িতে দেখা যায়। আবার লক্ষ্মী পুজোর সময়ে লাল বস্ত্র অর্পণ করা হয়। তাই লাল শাড়ির স্বপ্ন দেখলে, তা জীবনে লক্ষ্মীর আগমনের দিকে ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন সমস্ত ধরনের অর্থাভাব দূর করার ইঙ্গিত দেয়। আবার নিজেকে লাল শাড়িতে দেখলেও তা অর্থ লাভের দিকে ইঙ্গিত দেয়।

ভারী বৃষ্টি

আবার ভারী বৃষ্টিপাতের স্বপ্নও অঢেল অর্থ আগমনের ইঙ্গিত দেয়। তবে ছিটেফোটা বৃষ্টির স্বপ্ন অর্থ লাভের ইঙ্গিত দেয় না।

দাঁত মাজার স্বপ্ন

আবার দাঁত মাজার স্বপ্নকেও অত্যন্ত শুভ মনে করা হয়। এমন স্বপ্ন দেখলে বুঝবেন যে, আপনার ওপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। এমনকি শীঘ্র লক্ষ্মীলাভ হতে পারে। অর্থাভাব থেকে মুক্তির দিকে ইশারা করে এই স্বপ্ন।

উঁচুতে ওঠার স্বপ্ন

স্বপ্ন শাস্ত্র অনুযায়ী উঁচুতে ওঠার স্বপ্ন উন্নতির দিকে ইশারা করে। তাই এমন স্বপ্নকে অত্যন্ত শুভ মনে করা হয়। আপনিও যদি কোনও উঁচু স্থানে ওঠার স্বপ্ন দেখে থাকেন, তা হলে শীঘ্র সাফল্যের শীর্ষে পৌঁছতে চলেছেন আপনি।

Back to top button
%d bloggers like this: