রাজ্য

‘কেউ জয় শ্রীরাম বললেই তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, আমরা কেউ হাতে চুড়ি পরে নেই’, প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল নেতা

‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে যেন বিতর্কের শেষ নেই। গেরুয়া শিবিরের এই স্লোগান মাঝে মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নেয়। আর বেশিরভাগ বিতর্কই উঠে আসে খোদ পশ্চিমবঙ্গ থেকে। এবারও সেই ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল মুখপাত্র দেব টুডু যা নিয়ে বেশ শোরগোল পড়েছে।

কিছুদিন আগেই বর্ষশেষের আগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারচুয়ালি উদ্বোধন করেন হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের। এদিনের এই অনুষ্ঠানে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়।

এবার আজ, সোমবার পূর্ব বর্ধমানের মেমারির এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বেশ বেফাঁস মন্তব্য করে ফেলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল পরিষদের সহ-সভাপতি দেব টুডু। এদিন সভায় বক্তব্য রেখে প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলকে নানান ভাবে আক্রমণ শানিয়ে যান তিনি। আর এরপরই তিনি মন্তব্য করেন ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে।

এদিন প্রকাশ্যে দেব টুডু বলেন, “১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র। বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে দিল্লি, আর বাংলার মানুষের প্রাপ্য ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। আমরা তৃণমূল কর্মীরা চুড়ি পড়ে বসে নেই। কোনও বিজেপি নেতা কর্মী যদি ‘জয় শ্রীরাম’ বলে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। কোনও ঝান্ডা লাগাতে দেবেন না। তাদের বলুন আগে ১০০ দিনের পাওনা টাকা মেটান, তারপর অন্য কথা”।

তৃণমূল নেতার এহেন মন্তব্যের পরই শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে। দেব টুডুর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির তরফে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমজনতা তৃণমূলী নেতাদের যোগ্য জবাব দেবে।

বলে রাখি, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই যেন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। নানান রাজনৈতিক নেতাদের হুমকি বাড়ছে। শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে শান্তি বজায় রাখতে বলা হলেও তৃণমূল নেতারা বারবার নানান বিতর্কিত মন্তব্য করে বসছেন। এমন আবহে পঞ্চায়েত নির্বাচন আদতে কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে বেশ সংশয় রয়েছে।

Back to top button
%d