বাড়িতে বাস্তু দোষের জেরে জীবন বিপর্যস্ত? মহাশিবরাত্রির দিন পালন করুন এই টোটকাগুলি, জীবনে নেমে আসবে সুখ-স্বাচ্ছন্দ্য

ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব-পার্বতীর মিলন উৎসব পালিত হয়। এই উৎসবকেই বলা হয় মহাশিবরাত্রি। এই তিথিতে শিব-শক্তির বিশেষ আরাধনা করা হয় গোটা দেশে। উপবাস থেকে এক প্রহর বা চার প্রহরে শিবের পুজো করেন মহাদেবের ভক্তরা। এই তিথিতে আবার নানান উপায় করে কিন্তু নিজের জীবনে সুখ-সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন। এই তিথিতে রুদ্রাভিষেক করলে যে কোনও ব্যক্তির মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয়। এই তিথিতে শিবের পুজো ও বিশেষ কিছু উপায় করলে বাড়ির বাস্তুদোষ দূর করা যায়।
সেই উপায়গুলি কী কী, দেখে নেওয়া যাক-
বেল গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান
বাড়িতে বাস্তু দোষ থাকলে, তা থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রি তিথিতে বাড়ির পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে বেল গাছ লাগান। তারপর সেই গাছে জল দিন। মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা এই গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে বাস্তু দোষ কম করতে পারেন।
বাড়িতে জলধারীর জল ছেটান
মহাশিবরাত্রির দিনে পরিবারের সুখ-শান্তির জন্য শিবলিঙ্গের অভিষেক করার পর জলধারী থেকে জল নিয়ে বাড়ি আসুন। ওম নমঃ শিবায় করালং মহাকাল কালং কৃপালং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে পুরো ঘরে সেই জল ছিটিয়ে দিন। এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হবে। আবার পরিবারে গৃহ-কলহ, রোগ বা অন্য সমস্যা থাকলে, তা দূর করার জন্য মহাশিবরাত্রির দিনে বাড়ির উত্তর-পূর্ব দিকে রুদ্রাভিষেক করুন। এর ফলে শুভ ফল লাভ করতে পারবেন।
বাড়ির উত্তর–পূর্ব দিকে শিব পরিবারের ছবি লাগান
গৃহ কলহে জর্জরিত থাকলে মহাশিবরাত্রির দিনে বাড়ির উত্তর-পূর্ব দিকে শিব পরিবারের ছবি লাগানো শুভ। একসঙ্গে শিব, পার্বতী, গণেশ ও কার্তিকেয় রয়েছেন, এমন ছবি লাগানো শুভ। এর ফলে গৃহ কলহ তো দূর হবেই, পাশাপাশি পরিবারের বাচ্চারাও আপনার আজ্ঞাবহ হবে।
চার প্রহরের পুজোয় বাস্তু দোষ মুক্তির উপায়
মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজো করলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই তিথিতে সকালের শিব পুজোয় গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক করুন। তার পর দুপুরের শিব পুজোর সময়ে দুগ্ধাভিষেক করুন। সন্ধ্যাবেলা মধু ও রাতে ঘি দিয়ে শিবের অভিষেক করুন। চার প্রহরের জন্য চারটি মাটির শিবলিঙ্গ বানান। পুজোর পরের দিন জলে প্রবাহিত করে দিন। এই উপায় করলে বাস্তু দোষ দূর হবে এবং আরোগ্য লাভ করতে পারবেন।
বেলপাতা দিয়ে এই নিয়ম পালন করুন
মহাশিবরাত্রির দিনে শিবের ষড়াক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করে রুদ্রাভিষেক করুন। শিবকে ১০৮টি বেলপাতা নিবেদন করুন। পুজো শেষে শিবের আশীর্বাদ স্বরূপ শেষ বেলপাতাটি বাড়ি নিয়ে আসুন এবং লকারে রেখে দিন। বাস্তু দোষের কারণে আর্থিক সমস্যায় জেরবার থাকলে, তা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি আর্থিক সমস্যাও কমবে। অর্থের অপব্যয় কমে আসবে।