জুলাই মাসে একটু অসাবধানতা আর আপনি পড়তে পারে অসুবিধায়, এই ৭ রাশি জাতকদের জন্য থাকছে সতর্কবার্তা

জুলাই মাসে বেশ কিছু রাশির জন্য ভালো আবার কিছু রাশির পক্ষে চাপের যাবে, বলছেন জ্যোতির্বিদরা। জুলাইয়ের গ্রহ গোচরের কারণে কিছু রাশি জাতকের জীবনে যাবে ওঠা নামা।
জুলাই মাসের ১৮ তারিখ শ্রাবণ মাস শুরু হচ্ছে। রুদ্রের আধিপত্য স্থাপন হওয়ায় রুদ্রের শাসনকে উগ্র করে তুলবে শনি ও বৃহস্পতির বক্রি দশা। বুধ স্বরাশি মিথুনে আসবে, মঙ্গল ও শুক্র নিজের রাশিতে প্রবেশ করে যাবে। এই মাসে শুক্র ও মঙ্গল নিজের নিজের রাশিতে অবস্থান করবে। জুলাই মাসে রাশিগুলির এই অবস্থান কিছু জাতকরা শুভ ফল লাভ করবেন এবং কিছু জাতকের সমস্যা দেখা দেবে।
জ্যোতির্বিদরা জানাচ্ছেন কোন কোন রাশিগুলির জাতকদের জীবনে ওঠা নামা আসবে। জেনে সেই রাশিগুলির সম্পর্কে —
ক) মেষ রাশি, ভালো-মন্দ উভয় ফল পাবেন। কর্মক্ষেত্রে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস না করাই ভালো। আয়ের দিকে ভালো লাবের আসা থাকছে।
খ) বৃষ রাশি, এই রাশির জাতকেরা তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও পুরনো আত্মীয় আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারে।
গ) সিংহ রাশি, জাতকরা চাকরি ও কাজ পরিবর্তনের জন্য ব্যাকুল থাকবেন। এই মাসটি ওঠা পড়ার মধ্যে দিয়ে কাটবে। অফিস বা ব্যবসায় যে কোনও ধরনের আর্থিক লোকসানের ফলে ক্ষতি হতে পারে।
ঘ) কন্যা রাশি, একটু সাবধান কাজ ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য নাও থাকতে পারে।
ঙ) তুলা রাশি, এই রাশির জাতকেরা ব্য়য় করার সময় সংযমী থাকতে হবে। মানসিক শান্তির অভাব দেখা দেবে।
চ) মকর রাশি, স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই মাসে। পাঁচ গ্রহের কারণে স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে পারেন মকর রাশির জাতকরা।
ছ) ধনু রাশি, এই মাসে আপনাদের আর্থিক বিষয় সমস্যা দেখা দিতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকায় ধনু রাশির জাতকরা এই সময় ঝুঁকি নেওয়ার জন্য এগিয়ে থাকবেন।