জ্যোতিষশাস্ত্র

এই স্বপ্নগুলি দেখছেন? কোনও অশুভ ইঙ্গিত নয় তো? আগেভাগেই সতর্ক হয়ে যান, মেনে চলুন স্বপ্নশাস্ত্রবিশারদদের নিদান

স্বপ্ন আমাদের বাস্তবের অনেক কিছুই নির্দেশ করে দেয়। তেমনই আমাদের অসুখ সম্পর্কেও নির্দেশ আসতে পারে স্বপ্নে। জেনে নিন কোন কোন স্বপ্ন দেখলে শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকেই সচেতন হবেন।

স্বপ্নশাস্ত্রবিশারদদের মতে, আগাম সতর্কতা জানিয়েই স্বপ্ন আসে ঘুমের মধ্যে। তাই মোটেই অবহেলা করা উচিত নয় স্বপ্নদর্শনকে। বরং সতর্ক থাকা উচিত আগাম বিপদের জন্য।

স্বপ্নে ইঙ্গিত পেলে আগে থেকে সতর্ক থাকা যায়। সেই মতো ব্যবস্থাও নেওয়া সম্ভব হয়। শারীরিক অসুস্থতারও তেমন কিছু স্বপ্ন। সেই বিষয়েই জেনে নেওয়া যাক এবারে। 

নখ ভাঙার স্বপ্ন: স্বপ্নে আপনার হাত বা পায়ের নখ ভাঙতে দেখলেন। এ কিন্তু মোটেই শুভ ইঙ্গিত নয়। গুরুতর অসুস্থতার আগে এমন স্বপ্ন আসে। তাই আগে থেকেই সাবধান হয়ে যেতে হবে।

লাল চন্দন পরা অবস্থায় দেখা: লাল চন্দন পরে আছেন আপনি? এমনটাই স্বপ্নে দেখেছেন? তাহলে কিন্তু নিজের শরীরের দিকে নজর দেওয়া উচিত আপনার। কোনও কারণে সেদিকটা এড়িয়ে গেলে আর অবহেলা করবেন না। 

মলত্যাগের স্বপ্ন: নিজের মলত্যাগের স্বপ্নকে খুব অশুভ বলে ধরা হয়। মনে করা হয়, এমন স্বপ্ন দেখার অর্থ গুরুতর অসুস্থতা হতে পারে। তাই এই স্বপ্ন দেখলেই নিজের শরীর নিয়ে সতর্ক হয়ে যান।

Back to top button
%d bloggers like this: