রাজ্য

‘৫ বছর ধরে যা খেয়েছেন, তার হিসেব দলকে বুঝিয়ে দিয়ে নির্দলে দাঁড়াবেন’, হুঁশিয়ারি উদয়নের, তৃণমূল মন্ত্রীর মন্তব্যে শুরু বিতর্ক

এমনিতে তিনি নানান সময় নানান ধরণের মন্তব্য করে বিতর্কে জড়ান। নানান বেফাঁস মন্তব্য করায় তাঁর বেশ নাম রয়েছে। কিছুদিন আগেই নিজের বাবা তথা প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহ’র সময় বাম জমানায় দুর্নীতি নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্য যে শুধু বিতর্ক তৈরি তাই-ই নয়, তাঁর নিজের দলকেও বেশ অস্বস্তিতে ফেলেছিল। এবার ফের একবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আর তা নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে।

গতকাল, রবিবার, কোচবিহারের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা দিনহাটা-২ ব্লকের বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের নানান এলাকায় মোট ৩টি কর্মীসভা করেন উদয়ন গুহ। এদিন বিকেল ৫ টা নাগাদ কালমাটি হীরারভিটা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সভায় উপস্থিত ছিলেন তিনি।

এদিন এই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী সমর্থকদের সামনেই দলের একাধিক নেতার উদ্দেশ্যে উদয়ন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ করে দেওয়া প্রার্থীদের যার পছন্দ হবে না, তাদের জন্য দরজা খোলা আছে। সে নির্দল হবে, বিজেপি হবে নাকি সিপিএম হবে, সে ঠিক করে নেবে”।

উদয়নের কথায়, “৫ বছর ধরে সুযোগ সুবিধে নিয়েছেন। মানুষ যা সুবিধা পেয়েছে তার থেকে বেশি সুবিধা নিয়েছেন। আর আজ যদি দল টিকিট না দেয় তাহলে নির্দল হয়ে দাঁড়ালে গত ৫ বছর যা যা খেয়েছেন তার হিসাব পার্টির কাছে দিয়ে যেতে হবে। তা না হলে আপনাকে ছাড়া হবে না”। তাঁর এহেন মন্তব্য ফের নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এখানেই শেষ নয়। এদিন উদয়ন আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনহাটায় এসেছিলেন রাত কাটাতে নয়। তিনি সব দেখে গিয়েছেন। কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও বক্তব্য রাখা যাবে না। অভিষেকের রিপোর্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করবেন। যাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করবেন সেই প্রার্থীকে দলের কর্মীদের জয়ী করার জন্যে ঝাঁপিয়ে পড়তে হবে”।

Back to top button
%d bloggers like this: