শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই গাছগুলি, অপার কৃপা করবেন মহাদেব, কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না

প্রখর দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে যেন সবকিছুই চিরনতুন ও সবুজে পরিণত হয়। গাছগাছালি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এই সময় যে কোনও সাধের গাছ টবে বা বাগানে পুঁতলে সেই গাছ কখনও মরে যায় না। তাই এই সময় গাছের যত্ন নেওয়া খুব সহজ হয়ে ওঠে।
অনেকেরই বাগানের শখ থাকে। সেই শখ যারা পূর্ণ করতে চান, তারা শ্রাবণ মাসে বা বর্ষার সময় গাছ কিনে পুঁততে পারেন। যত্ন নিতে পারেন। তবে মনে রাখবেন, এই শ্রাবণ মাস আসলে শিবের পরম প্রিয় মাস। তাই শ্রাবণ মাসে কোন কোন গাছ বাড়িতে আনা সবচেয়ে শুভ তা জেনে নেওয়া উচিত।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গত ৪ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিবের মাস অর্থাৎ শ্রাবণ মাস। এই সময়কালকে মহাদেবকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই শুভ মাসটি শিবের কাছে অত্যন্ত প্রিয়। এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে পূজোর দ্রুত ফল পাওয়া যায়। কিন্তু একই সঙ্গে শ্রাবণ মাসে বাড়িতে কিছু গাছ লাগালেও, তা শুভ বলে মনে করা হয়। এতেও ভরপুর মেলে শিবের আশীর্বাদ।
শ্রাবণ মাসে কোন কোন গাছ বাড়িতে আনবেন, দেখে নিন-
বেল গাছ
বেল গাছ ভগবান শিবের খুব প্রিয় একটি উপাদান। মাত্র একটি বেলপাতাতেও তুষ্ট হন মহাদেব। পবিত্র মাসে বাড়িতে একটি বেলপত্রের গাছ লাগালে শিবের কৃপা বর্ষণ হয় দ্রুত। অর্থের অভাব দূর হবে তাড়াতাড়ি। পাশাপাশি ঘরে দেবী লক্ষ্মী অধিবাস করেন পাশাপাশি বাস্তুদোষ থেকেও মুক্তি পান।
তুলসী গাছ
হিন্দুধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়। নিয়মিত পুজোতেও তুলসী পাতা ব্যবহার করেন। শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগালে তা শুভ বলে মনে করা হয়। শ্রাবণ ছাড়াও কার্তিক মাসে তুলসী রোপণ করাই উত্তম বলে মনে করা হয়।
শমী গাছ
শ্রাবণ মাসে শমী গাছ লাগালে শনিদেব ও শিবের আশীর্বাদ বর্ষণ হয়। এতে সব ঝামেলার অবসান হয়। এছাড়াও সারা বর্ষা জুড়ে অশ্বত্থ গাছে জল দেওয়াও শুভ বলে মনে করা হয়, তেমনি শনিবার সন্ধ্যের সময় আশ্বত্থের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ হয়।
কলা গাছ
কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন। তাই শ্রাবণ মাসে বাড়িতে একটি কলা গাছ পুঁতলে তা শুভ বলে গণ্য করা হয়। সাধক দেবদেবীর আশীর্বাদ লাভ করেন, সেই সঙ্গে অর্থ সংকট ও অন্যান্য সমস্যাও দূর হয়।