জ্যোতিষশাস্ত্র

১৯ বছর পর শ্রাবণ মাসে তৈরি হচ্ছে অতি বিরল যোগ, মহাদেবের আশীর্বাদে সাফল্য পাবেন ৪ রাশি, রয়েছে ধনলাভ যোগও

প্রায় মাস খানেক পরই আসছে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস। শিব ভক্তদের কাছে এই মাসের গুরুত্ব অসীম। শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। এই মাসের সোমবার শিবের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। এর পাশাপাশি ব্যক্তির মনের সমস্ত ইচ্ছাপূর্ণ হয়।

বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। চলতি বছর চারটি সোমবার রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই বছর ২ মাস শ্রাবণ থাকবে। শ্রাবণ মাস মলমাস থাকায় একটার পরিবর্তে দুটি মাস থাকছে। সেই অনুযায়ী ৮টি সোমবার পাওয়া যাবে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শুরু হচ্ছে ৪ জুলাই থেকে এবং শেষ হবে ৩১ অগাস্ট। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ বারের শ্রাবণ মাসে ১৯ বছর পর এক দুর্লভ সংযোগ তৈরি হয়েছে। এর ফলে সমস্ত রাশির জীবনে কোনও না কোনও প্রভাব পড়বে। এ বছর শ্রাবণ মাস কোন রাশির জীবনে আনন্দ আনছে, তা জেনে নেওয়া যাক-

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর ভোলানাথের আশীর্বাদ থাকবে। জ্যোতিষ বলছে এ সময়ে আপনারা আকস্মিক ধন লাভ করতে পারেন। আবার আপনাদের আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। আপনাদের পদ-প্রতিষ্ঠা বাড়তে পারে। বিদেশ যাত্রার যোগ রয়েছে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে। এর ফলে আপনারা সন্তুষ্ট হবেন এবং মন প্রসন্ন থাকবে।

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। পাশাপাশি আপনাদের আয় বাড়তে পারে। এর ফলে মেষ জাতকদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। হঠাৎই ধন লাভের যোগ তৈরি হতে চলেছে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে। আপনাদের পারস্পরিক সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকছে।

বৃশ্চিক রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শ্রাবণ মাসে বড়সড় স্বস্তি পাবেন। আপনাদের পুরনো সমস্যা দূর হবে। আবার ভেস্তে যাওয়া কাজও সম্পন্ন হতে শুরু করবে। লগ্নির জন্য এই সময়টি খুব ভালো। লগ্নির দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হতে পারেন। আটকে থাকা টাকাও ফিরে পাবেন এই রাশির জাতক-জাতিকা। সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন আপনারা।

সিংহ রাশি

শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভ অর্জন করতে পারেন। পুরনো সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। আবার সিংহ রাশির জাতক-জাতিকাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে। আবার সিংহ রাশির ব্যবসায়ীরা এ সময়ে মুনাফা লাভ করতে পারেন। অফিসে সহকর্মীদের সাহায্য পাবেন। আবার কোনও টাকা আটকে থাকলে, তা-ও ফিরে পেতে পারেন। উন্নতির নতুন পথ উন্মুক্ত হবে সিংহ রাশির জাতক-জাতিকাদের সামনে।

Back to top button
%d bloggers like this: