জ্যোতিষশাস্ত্র

নতুন বছরে শনির কোপ পড়বে ৪ রাশির উপর, বজায় থাকবে সাড়েসাতি দশা, জীবনে আসবে নানান সমস্যা

আর একমাস পরই নতুন বছর। আগামী বছর কেমন কাটবে, এর কিছুটা আভাস দিয়েছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষীদের মতে, নতুন বছরেরও বজায় থাকবে শনির প্রভাব। আর এর জেরে বেশ কিছু রাশির উপর শনির দশার অশুভ প্রভাব পড়বে। কঠিন চ্যালেঞ্জ আসছে সামনে।

শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। কর্মের ভুলের ফল প্রদান করেন শনিদেবই। জ্যোতিষীদের মতে, ২০২৪ সালে ৪ রাশির উপর বজায় থাকবে শনির সাড়েসাতি দশা ও ধাইয়া। শনির কুনজর থেকে রেহাই পাবেন না এই রাশির জাতক-জাতিকারা। বর্তমানে শনি সরাসরি কুম্ভ রাশিতে অবস্থান করছে। যখন শনি সরাসরি অবস্থানে থাকে, তখন এর প্রভাব অনেক বেশি হয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

কোন কোন রাশির উপর বজায় থাকবে শনিদেবের কুপ্রভাব? 

কর্কট রাশি

২০২৪ সালে শনিদেবের প্রভাব বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় এদেরকোনও ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে হবে। গোটা বছরই মৃত্যুভয় তাড়া করতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে ও কাজের ক্ষেত্রে ছোটো ভুলও বড় ক্ষতি ডেকে আনবে।

বৃশ্চিক রাশি

শনিদেবের ধাইয়ার প্রকোপ ২০২৪ সালের শেষ পর্যন্ত থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। জমি, বাড়ি ও গাড়ি নিয়েও সতর্ক থাকুন। সঙ্কট কাটাতে হনুমানজির আরাধনা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মকর রাশি

শনির সাড়ে সাতি দশার অবস্থা চলছে এই রাশির জাতক-জাতিকাদের উপর। ২০২৪ সালেও শনির কঠিন সময়ই কাটাবেন এরা। এই সময় যদি কেউ অসুস্থ হন, তাহলে তার পাশে থাকুন, সেবা করুন। এছাড়াও এই রাশির জাতক-জাতিকাদের হনুমানজির প্রতি আগ্রহ বাড়বে, রোজ পুজো করতে পারেন।

কুম্ভ রাশি

শনির সাড়ে সাতি দশা দ্বারা প্রভাবিত হন এই রাশির জাতক-জাতিকারা। শনির সাড়ে সাতি দশা অব্যাহত থাকবে আগামী বছরও। এই সময়ে শনিদেবকে খুশি করার জন্য এই রাশির জাতক-জাতিকাদের অবশ্যই শনি স্তোত্র পাঠ করা উচিত।

Back to top button
%d