শাহরুখ বাদ! সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করলেন মমতা, এবার কী তৃণমূলে যোগ দাদার?

বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ যে একমাত্র সেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’ই, সেটাই ফের বুঝিয়ে দেন মমতা। এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেন মমতা।
এতদিন ধরে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শাহরুখ খান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন যে শাহরুখ এখন বিশেষ সময় দিতে পারছেন না বাংলায়। তখন কানাঘুষো এও শোনা গিয়েছিল যে সাংসদ-অভিনেতা দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে। তবে বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন এই মঞ্চে সৌরভকে পাশে নিয়ে মমতা বলেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে”।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলায় লগ্নি টানতে বিদেশ সফর করেন, সেই সময় তাঁর সঙ্গে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। স্পেনে মমতার সফরের সময় নানান গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার পাশে ছিলেন সৌরভ। মাদ্রিদে বৈঠক থেকে বাংলায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন সৌরভ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করে বলেন, “নতুন প্রজন্মের জন্য খুব ভালোভাবে কাজ করছেন সৌরভ”।
এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময়ও দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের বাংলায় নিজের বিনিয়োগের কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন, “আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে, বড় হয়েছে। তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে”।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভূয়সী প্রশংসা করতে শোনা যায় সৌরভকে। তিনি বলেন, “এদিনও তাঁর ভূয়সী প্রশংসা করেন দাদা। বলেন, “উনি এত ব্যস্ত। তা সত্ত্বেও একটা মেসেজ করলে এক মিনিটের মধ্যেই রিপ্লাই করেন। আমায় টিভিতে দেখলেই মেসেজ করে জানতে চান, ঠিকমতো খাওয়া-দাওয়া করছ তো? আমার প্রতি তাঁর অগাধ স্নেহ আর ভালোবাসায় আমি মুগ্ধ”।