জ্যোতিষশাস্ত্র

শনি ও সূর্যের অবস্থানের জেরে তৈরি হবে সমসপ্তক যোগ, টাকার পাহাড়ের উপর বসবে ৩ রাশি, কাটবে দারুণ সময়

এই মাসেই তৈরি হতে চলেছে সমসপ্তক যোগ। সূর্য ও শনি এই যোগ তৈরি করবে আর এর প্রভাব পড়বে সমস্ত ব্যক্তির জীবনে। আগামী ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। এটি সূর্যের স্বরাশি। আবার এ সময়ে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। দুই এই গ্রহের এই অবস্থানের কারণে সমসপ্তক যোগ তৈরি হবে। এই রাজযোগের প্রভাব সমস্ত রাশির জীবনে দেখা যাবে। তবে ৩ রাশির জাতক-জাতিকাদের আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। পাশাপাশি আপনাদের উন্নতি হতে পারে।

জেনে নেওয়া যাক, এই সমসপ্তক যোগের প্রভাবে কোন কোন রাশির ভাগ্যোন্নতি হবে-

বৃশ্চিক রাশি

জ্যোতিষ অনুযায়ী এই রাজযোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। পুরনো লগ্নি থেকে লাভ অর্জন করতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। আবার আপনার গোচর কোষ্ঠীর দশম স্থানে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তাই এ সময়ে কাজ ও ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন। সামাজিক মেলামেশা বাড়বে।

বৃষ রাশি

সমসপ্তক যোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। এ সময়ে আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিদেশ থেকে লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ সময়ে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আবার এই রাশির যে জাতকরা আমদানি-রফতানির ব্যবসা করেন, তাঁদের জন্য সময় লাভজনক। আবার এই রাশির গোচর কোষ্ঠীতে শনি কারকাক্ষ রাজযোগ তৈরি করছে। এই রাজযোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের অনুকূল প্রমাণিত হবে।

সিংহ রাশি

সমসপ্তক রাজযোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। কাণ সমসপ্তকের পাশাপাশি আপনার গোচর কোষ্ঠীতে বুধাদিত্য রাজযোগও তৈরি হয়েছে। এ সময়ে আকস্মিক ধন লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকা। সুখ লাভের পথ প্রশস্ত হবে। ব্যবসা বিস্তারের পরিকল্পনা করে থাকলে সময় খুব ভালো থাকবে। এ সময়ে আবার গাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Back to top button
%d bloggers like this: