শনিদেবের দয়ায় আর ১৫ দিন পরই ফাঁড়া কাটছে এই ৫ রাশির, ‘আচ্ছে দিন’ আসছে এই রাশির জাতক-জাতিকাদের

শনিদেবকে বলা হয় কর্মের দেবতা। কর্ম অনুযায়ী ফল দেন তিনি। শনির প্রভাবেই কোনও রাশির উপর সুপ্রভাব পড়ে তো আবার কোনও রাশির উপর কুপ্রভাব পড়ে। আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবেন শনিদেব। এরপর তিনি গমন করবেন কুম্ভ রাশিতে। এই ১৫ দিন ৫ রাশির উপর শনির দশা থাকবে। এরপরই শেষ হবে তাদের ফাঁড়া।
আগামী ১৭ই জানুয়ারির পর কোন কোন রাশি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছে, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উপরে চলছে শনির অশুভ প্রভাব। ব্যবসায় আসছে নানা বাধা। আয় হচ্ছে না। বেড়ে গিয়েছে ব্যয়। বিবাহিত ও প্রেম জীবনে চলছে নানা সমস্যা। পরিজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। আরও ১৫ দিন চলবে এই দশা।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এখন দুঃসময় চলছে। ভাগ্যের সঙ্গ পাচ্ছেন না। বাধাবিঘ্ন আসছে কাজে। ব্যয় বেড়ে গিয়েছে। কমেছে আয়। পরিবারিক সমস্য়ায় জেরবার। ১৭ জানুয়ারির পর থেকে এই দশা থেকে মিলবে মুক্তি।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতিতে রয়েছেন। মানসিক অস্থিরতা রয়েছে তাঁদের। কাজে আসছে বাধা। বেড়েছে খরচ। ১৭ তারিখের পর অবস্থার পরিবর্তন হবে। ততদিন সাবধানে থাকুন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব শনির অশুভ প্রভাব। কাজে আসছে বাধাবিঘ্ন। বেড়ে গিয়েছে খরচ। হাতে টাকা থাকছে না। আরও ১৫ দিন চলবে এই দশা।
কুম্ভ রাশি
শনির অশুভ প্রভাবে রয়েছে কুম্ভ রাশি। ১৭ জানুয়ারির পর জাতক-জাতিকাদের সুদিন। এখন অর্থসংকট বেড়েছে। আয় কমে গিয়েছে। দেখা দিয়েছে স্বাস্থ্যের গোলমাল। আর কিছুদিন অপেক্ষা করুন। শীঘ্রই ভালো দিন আসছে।