জ্যোতিষশাস্ত্র

২০ বছর পর সূর্যের গোচরে দুই গ্রহের যুক্তি, আচমকাই অর্থপ্রাপ্তি, কোটিপতি হওয়ার পথে ৩ রাশি

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতি মাসে গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তন ঘটে। যার ভালো ও মন্দ প্রভাব পড়ে রাশিরগুলির উপর। জুলাই মাসেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ ও নক্ষত্র রাশি পরিবর্তন করতে চলেছে। জুলাই মাসের প্রথম দিনেই সিংহ রাশিতে প্রবেশ করেছ মঙ্গল গ্রহ।

অন্যদিকে আবার, ৮ জুলাইয়ে শুক্রও পাড়ি দিয়েছে সিংহ রাশিতে। শুক্র ও মঙ্গল গ্রহের একসঙ্গে সিংহ রাশিতে প্রবেশের কারণে উভয় গ্রহের সঙ্গম তৈরি হয়েছে। সিংহ রাশিতে উভয় গ্রহ একসঙ্গে থাকার কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। ভাগ্যের চাকা বদলে আচমকা অর্থপ্রাপ্তিও ঘটতে পারে।

মঙ্গল ও শুক্র যুক্তিতে তাহলে কোন কোন রাশি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে, জেনে নেওয়া যাক-

কুম্ভ রাশি

শুক্রের সিংহ রাশিতে প্রবেশের কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের সঙ্গে মিত্রতা বেশ লাভজনক হবে। এই রাশির সপ্তম ঘরে এই জোট তৈরি হতে চলেছে। বিবাহিতদের জীবন আরও সুখের হয়ে উঠবে। সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। শুধু তাই নয়, এই সময়ে আপনি উপার্জনের নতুন মাধ্যমও পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পূরণ হবে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে।

মেষ রাশি

মঙ্গল ও শুক্র গ্রহের সেনাপতির যোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্যও অনুকূল প্রমাণিত হবে। এই রাশির পঞ্চম ঘরে এই জোট তৈরি হতে চলেছে। যার ফলে সন্তানের দিক থেকে ভালো খবর পেতে পারেন। শুধু তাই নয়, এই সময়ে আয় হঠাৎ বৃদ্ধি পাবে। শেয়ার বাজার, বাজি বা লটারি ইত্যাদি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে রোম্যান্স বাড়বে। যে কোনও কাজে পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন থাকবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।

কর্কট রাশি

সিংহ রাশিতে মঙ্গল ও শুক্রের প্রবেশে কর্কট রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই সময়ে কর্কট রাশির জাতকরা আকস্মিক অর্থ পেতে পারেন। এই রাশির দ্বিতীয় ঘরে এই জোট হতে চলেছে। তাই এটি সম্পদের ঘর ভরপুর হয়ে উঠবে। শুধু তাই নয়, এই সময়ে আর্থিকভাবে স্বচ্ছল বোধ করবেন। পাওনা টাকা এ সময় উদ্ধার করা সম্ভব হবে। কথাবার্তায় এর প্রভাব দেখা যাবে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের আধিপত্য বাড়বে।

Back to top button
%d bloggers like this: