জ্যোতিষশাস্ত্র

উল্টোপথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ শুক্রের, গজলক্ষ্মী যোগের জেরে আকস্মিক ধনলাভ হবে ৩ রাশির, অর্থলগ্নির অনুকূল সময়

আর তিনদিন পর রাশি পাল্টাতে চলেছে শুক্র। বর্তমানে শুক্র বক্রী অবস্থায় সিংহ রাশিতে বিচরণ করছে। তিন পর উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপর সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বক্রী হয়ে বিচরণ করবে।

জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশিতে শুক্রের এই বক্রী গতির কারণে তৈরি হবে গজলক্ষ্মী যোগ। জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই রাজযোগ সমস্ত রাশির জাতক-জাতিকার জীবন প্রভাবিত করে। কিন্তু গজলক্ষ্মী যোগের প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আকস্মিক ধন লাভ, ভাগ্যোদয়ের যোগ তৈরি হচ্ছে।

জেনে নেওয়া যাক, এই তালিকায় কোন কোন রাশি রয়েছে-

তুলা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য গজলক্ষ্মী রাজযোগ শুভ প্রমাণিত হবে। শুক্র আপনার রাশির কর্মস্থানে বক্রী হতে চলেছে। তাই এ সময়ে নিজের কাজ ও ব্যবসায় উন্নতি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। পাশাপাশি এ সময়ে আপনাদের পরিকল্পনা সফল হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়েও বেশি ভালো হতে চলেছে। আবার তুলা রাশির চাকরিজীবী জাতকদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। সুখ-সুবিধা বৃদ্ধি হবে। আবার এই রাশির ব্যবসায়ীদের জাতক-জাতিকাদের ব্যবসায় ভালো পরিমাণে লাভ হবে।

মিথুন রাশি

গজলক্ষ্মী রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। কারণ শুক্র আপনার গোচর কোষ্ঠীর ধন স্থানে বক্রী হবে। এ সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থ সঞ্চয় করতে পারবেন এই রাশির জাতক-জাতিকা। কথাবার্তার ধরণ উন্নত হবে। যার ফলে অন্যেরা ইমপ্রেস হতে পারে। আবার এই রাশির যে জাতক-জাতিকারা মিডিয়া, মার্কেটিং, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জড়িত তাদের জন্য সময় অসাধারণ।

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য গজলক্ষ্মী রাজযোগ লাভপ্রদ প্রমাণিত হবে। কারণ শুক্র আপনার রাশির আয় স্থানে বক্রী হবে। তাই এ সময়ে পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক-জাতিকা। আটকে থাকা টাকা ফিরে পাবেন। পাশাপাশি আপনার সমস্ত পরিকল্পনা এ সময়ে সফল হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে এ সময়ে। পাশাপাশি সন্তানের তরফে কোনও সুসংবাদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির যে জাতক-জাতিকারা শেয়ার, বেটিং ও লটারিতে অর্থ লগ্নি করতে চান, তাদের জন্য সময় অনুকূল।

Back to top button
%d bloggers like this: