রাজ্য

লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের, স্পষ্ট ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম

আগামী বছরই লোকসভা নির্বাচন। এর আগেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের, জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এবার জানা গেল, লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরেরও। আজ, বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এমনই ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

কী জানান ফিরহাদ হাকিম?

ফিরহাদ হাকিম জানান, দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকার মোট ১৪৩ কোটি টাকা খরচ করছে। এই মন্দির তৈরির জন্য সাধারণের থেকে কোনও অর্থসাহায্য নেওয়া হয়নি। দিঘায় এই মন্দির নির্মাণের কাজ দেখতে গিয়ে এই বরাদ্দের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শেষ হলেই মন্দির উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আগামী বছরের শুরুর দিকেই এই মন্দির উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে।

পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরর বাহ্যিক গঠন হুবহু একই রকমের করা হচ্ছে। দু’টি মন্দিরেরই উচ্চতা হবে সমান। পুরীর মতো এই মন্দিরেও থাকবে ভোগ ঘর, বসার ঘর। রথ রাখার জায়গাও একইরকমভাবে করা হচ্ছে। মন্দির নির্মাণের জন্য বাইরে থেকে পাথরও নিয়ে আসা হয়েছে।

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হল দিঘা। গোটা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সৈকত নগরীতে। সমুদ্র সৈকতে ছুটি কাটানো তো অবশ্যই, সঙ্গে পুরীতে জগন্নাথ ধামেও তীর্থ করতে যান অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পুরীর জগন্নাথ মন্দির আদলে দিঘাতেও একটি জগন্নাথ মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন। উপকূলবাসীদের আশা, এই মন্দিরের জেরে দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে। 

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছেন। সেখানকার দ্বৈতাপতির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় যজ্ঞ করার জন্য এসেছিলেন দ্বৈতাপতি। জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। দিনক্ষণ স্থির হলে আগামী বছরের শুরুতেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের।

Back to top button
%d bloggers like this: