৫০ বছর গঠিত হল বিপরীত রাজযোগ, এবার টাকার পাহাড়ে বসবে ৪ রাশি, বড় সুযোগ মিলবে কর্মক্ষেত্রে, প্রভূত সাফল্য

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহ ও নক্ষত্র যখনই এক সরলরেখায় আসে, তখন তার প্রভাব নানা ভাবে মানুষের জীবনে পড়ে। নানান গ্রহের অবস্থান অনুসারে নানা সময় বিভিন্ন শুভ ও অশুভ যোগ গঠিত হয়। বর্তমানে গঠিত হয়েছে অত্যন্ত শুভ বিপরীত রাজযোগ। ৫০ বছর পর এই যোগ গঠিত হয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। এই যোগের ফলে কোনও কোনও রাশির জাতক-জাতিকারা অভাবিত আর্থিক সাফল্য লাভ করতে চলেছেন।
বিপরীত রাজযোগ কখন গঠিত হয়?
যখন শনি, মঙ্গল ও রাহু জন্মছকের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরে অবস্থান করে তখন বিপরীত রাজযোগ গঠিত হয়। কোষ্ঠীর এই ঘরগুলি নানা রকম চ্যালেঞ্জ, বাধা ও গোপন শত্রুর সঙ্গে সম্পর্কযুক্ত। তবে কোনও কোনও রাশিতে এই অশুভ গ্রহগুলি প্রবেশ করে সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। এর ফলে আপনার শত্রুরাও আপনার মিত্রে পরিণত হতে পারে। সব বাধা আপনার কাছ নতুন সুযোগ নিয় আসবে।
এই বিপরীত রাজযোগের কোন কোন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে পারেন, জেনে নেওয়া যাক-
সিংহ রাশি
বিপরীত রাজযোগের শুভ প্রভাবে দারুণ আয় বৃদ্ধি হতে চলেছে সিংহ রাশির জাতকদের। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি বিক্রি করে এই সময় আর্থিক লাভ করতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। দারুণ কিছু সুযোগ এই সময় আপনার দরজায় কড়া নাড়বে। বিদেশ সফরের সুযোগ পেতে পারেন। কেরিয়ারেও এই সময় বড় উন্নতি করার সুযোগ পাবেন আপনি।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসতে চলেছে বিপরীত রাজযোগ। এই সময় মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আপনি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় বড় সাফল্য পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম এই সময় সাফল্য নিয়ে আসবে। শিক্ষাক্ষেত্রে এই সময় প্রচুর সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতক-জাতিকারা।
মকর রাশি
বিপরীত রাজযোগের শুভ প্রভাবে কোনও সুখবর পেতে পারেন মকর রাশির জাতক-জাতিকারা। জন্মছকের তৃতীয় ঘরে বৃহস্পতি, বুধ ও রবির শুভ প্রভাবে আপনার প্রেম সম্পর্কে এই সময় দারুণ রোম্যান্টির হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন আরও জোরালো হবে। এই সময় কোথাও বেড়াতে যেতে পারে। এই ভ্রমণ থেকে প্রচুর আনন্দ লাভ করবেন। আর্থিক ভাবেও এই সময় বড় উন্নতি করার যোগ আছে মকর রাশির জাতক-জাতিকাদের সামনে।
তুলা রাশি
বিপরীত রাজযোগের শুভ প্রভাবে কিছু অমূল্য উপহার পেতে চলেছেন তুলা রাশির জাতক-জাতিকারা। এই সময় নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার যোগ আছে। পেশাগত জীবনের জন্য বিপরীত রাজযোগ দারুণ শুভ ফল নিয়ে আসছে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য।