জ্যোতিষশাস্ত্র

আগামী ৩০ মাস দুর্দান্ত সময় কাটবে এই ৪ রাশির, হবে ব্যাপক অর্থের উন্নতি, মিলবে সাফল্য, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরেই কুম্ভ রাশিতে গমন করবেন শনিদেব। শনিদেবের এই গমন বেশ শুভ হতে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে এই পরিবর্তন অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। জানা গিয়েছে,। আগামী ১৭ই জানুয়ারি রাত ৮টা ০২ মিনিটে শনিদেব মকর রাশি ছেড়ে গমন করবেন কুম্ভ রাশিতে। প্রায় ৩০ মাসের ব্যবধানে এই রাশি থেকে অন্য রাশিতে গমন করেন শনিদেব।

শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। প্রত্যেককে তার কর্ম অনুসারে ফল দান করেন তিনি। সেই কারণে তাঁকে কর্মের দাতা বলা হয়। শনির এই রাশি পরিবর্তনে ৪ রাশির ভাগ্য পরিবর্তিত হতে চলেছে। এই চার রাশির জাতক-জাতিকাদের পেশায় উন্নতি, অর্থ-সম্পদ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে।

সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-  

সিংহ রাশি: তাদের দাম্পত্য সংক্রান্ত সমস্যা দূর হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় কোনো দায়িত্ব পেতে পারেন। নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। তারা আপনার রাশি থেকে লগ্ন গৃহে প্রবেশ করতে চলেছে। অতএব, এই সময়ে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। কর্মজীবনে নতুন সুযোগ আসাবে।

ধনু রাশি: কুম্ভ রাশিতে শনি গোচর আপনাকে সাধ থেকে মুক্তি দেবে। আপনার বন্ধ কাজ এখন শুরু হবে। উন্নতির নতুন পথ খুলে যাবে। বিয়ের প্রস্তাব আসবে। আপনার সাহস ও শক্তি বৃদ্ধি পাবে।

বৃষ রাশি: পেশা ও ব্যবসার জন্য এই সময়টা ভালো যাবে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন।

Back to top button
%d bloggers like this: